শনিবার দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিদের তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। তাদের অভিযোগ, তৃণমূলের বিজ্ঞাপন দেশের আইন বিরুদ্ধ এবং নির্বাচনী নিয়মবিধির বিরুদ্ধে। সংবিধানের ধারা এবং আইন উল্লেখ করে আজ কমিশনকে চিঠি দেয় তারা। পাশাপাশি বিজেপি সম্পর্কে জানায়, বিজেপি নির্বাচনে প্রচারে ধর্মীয় বিভাজন করছেন নির্বাচনী প্রচারে খোলাখুলি ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে টেনে এই ধরনের প্রচার দেশের সম্প্রতি এবং ঐক্যের পরিবেশকে নষ্ট করে। যারা এই ধরণের বিজ্ঞাপন দিচ্ছে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় নির্বাচন কমিশনকে। এই ধরনের বিজ্ঞাপন প্রকাশের আগে কি নির্বাচন কমিশনের অনুমোদন নেওয়া হয়েছিল? প্রশ্ন তোলে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন অফিসের প্রতিবাদ জানাতে আসেন, পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, প্রসূন ভৌমিক, সহ একাধিক বুদ্ধিজীবীরা।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post