শনিবার সিপিএম নেতা শমীক লাহিড়ী নেতৃত্বে তিনজনের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। রাজ্যজুড়ে অস্ত্র এবং বোমা উদ্ধার সহ বেশ কয়েকটি থানার আইসি দের বিরুদ্ধে অভিযোগ জানায়। তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান সিপিআইএম এর তিন জনের প্রতিনিধিদল। যার মধ্যে ছিলেন শমিক লাহিড়ী সহ রবিন দেব এবং কল্লোল মজুমদার। ডেপুটেশন জমা দিয়ে বাইরে বেরিয়ে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী জানান, নদিয়ার চাপরা থানার আইসি,আসানসোল দুর্গাপুর কমিশনারেট অন্তর্ভুক্ত থানার আইসিদের, বীরভূমের নানুর থানার আইসি দের বদলি করার দাবি জানিয়েছেন তারা।
শমিক বাবুর অভিযোগ, তারা তৃণমূলের হয়ে কাজ করছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিডিও কে সরানো দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে আবাস যোজনার যে বিজ্ঞাপন তৃণমূল রেডিও তে দিচ্ছে সেটা বেআইনি এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে বলে দাবি সিপিএমের প্রতিনিধি দলের। তাদের দাবি, ‘তাতে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী রেড রোডে গিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমরা বলেছি কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি একই অপরাধ করেছে। আমরা অভিযোগ জানানো পর কালীঘাটের আধিকারিক বলেছেন যে তাদের কাছে অনুমতি ছিল না। বানানো রিপোর্ট সিইও কে পাঠানো হচ্ছে আর তিনি সই করে পাঠাচ্ছেন। রাজ্যজুড়ে বোমা মজুত রাখা হচ্ছে। এর থেকে বড় নির্বাচনী হিংসা আর কি হতে পারে।’ পাশাপাশি ভরতপুর ঘটনা নিয়ে বলেন, ‘যে ভুয়া নির্বাচনী আধিকারিক ঘরে বেড়াচ্ছে। যদি এই ভাবে ভুয়া আধিকারিকদের নিয়ে নির্বাচন পরিচালনা করা হয় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে সেটা বুঝায় যাচ্ছে।
Discussion about this post