লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি। শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। যার ফলে সদস্য সংখ্যায় পঞ্চায়েত সমিতিতে সংখ্যালঘু হয়ে পড়ল সবুজ শিবির। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন উদয়শঙ্কর মাইতি। পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন। এবার লোকসভা ভোটের মুখে ফের দল বদলে বিজেপিতে যোগদান করায় ভারী সংকটে পড়লো তৃণমূল। এভাবে দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় একটা পঞ্চায়েত সমিতি হাতছাড়া হলো দলের। যার ফলে রাজনৈতিক মহল মনে করছে এতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির রাশ আলগা হতে শুরু করেছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে খেজুরি ২ পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে বিজেপি ৯টি ও তৃণমূল ৬টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ২ জন জয়ী বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত সমিতি সভাপতি, সহ সভাপতি আসনে জয়ী হয় তৃণমূল। তাতে হিসেব দাঁড়ালো, ১৫ আসনের মধ্যে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা ৮ আর তৃণমূলের ৭।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post