দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেট্রল-ডিজেলের দাম। যদিও দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে বলে এখন দামবৃদ্ধি আপাতত স্থগিত রয়েছে। তবে বিশেষজ্ঞমহলের ধারণা, লোকসভা ভোট মিটলেই ফের বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। তবে এরমধ্যেই সুখবর শোনালো ভারতের অন্যতম মোটরবাইক নির্মান সংস্থা বাজাজ। তাঁরা বিশ্বের প্রথম সিএনজি মোটরবাইক আনতে চলেছে। এতদিন তিনচাকা, চারচাকা গাড়িতে সিএনজি ব্যবহার হতো। এবার বাজাজ কোম্পানি নিয়ে আসছে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক।
মোটরবাইক সংক্রান্ত একাধিক তথ্য ফাঁস হওয়ায় সম্প্রতি সামনে এসেছে বাজাজ অটো খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ করতে চলেছে সিএনজি চালিত বাইক। যার ইঙ্গিতও দিয়েছিলেন বাজাজ কোম্পানির সিইও বাজীব বাজাজ। রিপোর্ট অনুযায়ী, মে-জুন মাসের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে আনকোরা নতুন এই মোটরবাইক। যদিও সংস্থা এখনও অফিসিয়ালি এই বিষয়ে কোনও ঘোষণা করেনি।
সর্বভারতীয় মিডিয়ার একাধিক প্রতিবেদন অনুযায়ী, বাজাজের প্রথম সিএনজি প্রযুক্তির মোটরবাইক অনেকটাই আলাদা হতে চলেছে। এটি হবে সিঙ্গল পিস সিট, অর্থাৎ শুধু চালকই এই বাইকে বসতে পারবেন। কারণ সিটের নীচেই থাকবে সিএনজি ট্যাঙ্ক। তবে সাধারণ মোটরবাইকের মতোই এই সিএনজি প্রযুক্তির মোটরবাইকে ১০০-১১০ সিসি বাইকের সমান পারফরমেন্স পাওয়া যাবে। এও জানা যাচ্ছে বাজাজের সিএনজি বাইকটি প্রতি কেজিতে প্রায় ৮০ কিমি মাইলেজ পাওয়া যাবে। ফলে বাইকপ্রেমীদের কাছে এটা দারুণ খবর। চলতি বাজারে বাজাজের প্ল্যাটিনা মডেলের মাইলেজ প্রতি লিটার পেট্রলে ৭০ কিমি। ফলে সিএনজি মোটরবাইক অনেক সাশ্রয়ী হতে চলেছে। যদিও এই মোটরবাইকের ডিজাইন কেমন হতে চলেছে সেটা নিয়ে কৌতুহল থাকছে আপাতত।
বিশ্বের প্রথম সিএনজি প্রযুক্তির মোটরবাইকের দাম কত হবে সেটা নিয়েও আগ্রহ রয়েছে বাইকপ্রেমীদের। জ্বালানী সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এই মোটরবাইক নিয়ে তাই সবক্ষেত্রেই আগ্রহ থাকছে। তবে সিএনজি ফিলিং স্টেশন সব জায়গায় মেলে না বলেই অভিযোগ অনেকের। ফলে আচমকা গ্যাস ফুরিয়ে গেলে কী হবে? এই চিন্তাও রয়েছে। যদিও সূত্রের খবর, বাজাজের নতুন সিএনজি চালিত মোটরবাইকটি হতে চলেছে ডুয়াল ইঞ্জিন বিশিষ্ট। অর্থাৎ, এতে সিএনজি ট্যাঙ্কের পাশাপাশি একটি ছোট পেট্রল ট্যাঙ্কও থাকবে বলে জানা যাচ্ছে।
Discussion about this post