এবারের নির্বাচনে সবচেয়ে আলচ্য লোকসভা কেন্দ্র কোনটি এই প্রশ্নের উত্তরে একটাই নাম সবচেয়ে আগে আসে সেটা হল ডায়মন্ড হারবার। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিতে কার্যত হিমশিম খেয়েছে বিজেপি-বাম-কংগ্রেস। অবশেষে তরুণ তুর্কি নেতা প্রতীক উর রহমানকে প্রার্থী করেছে সিপিএম। লোকসভা ভোটের প্রচারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য চষে বেরাচ্ছেন তখন নিজের কেন্দ্রে দিনরাত এক করে ঘুরে প্রচার করছেন সিপিএম প্রার্থী। শ্রমিক দিবসে তাঁকে দেখা গেল এক অভিনব পন্থায় প্রচার সারতে।
শ্রমিক দিবসে ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান মহেশতলা, জোকা, পৈলান, আমতলার মতো বিভিন্ন এলাকায় ঘুরলেন একটি বড়সড় থার্মোকলের চাবি হাতে নিয়ে। এই সমস্ত এলাকার যত বন্ধ কল কারখানা রয়েছে ওই চাবি হাতে গেলেন সেখানে। কাজ হারানো শ্রমিকদের পাশে নিয়ে করলেন ছোট ছোট পথসভা। তাঁর বক্তব্য, ডায়মন্ড হারবারের মহেশতলা, বজবজ, জোকার মতো বহু জায়গায় বন্ধ অসংখ্য কারখানা। কিন্তু তা নিয়ে হেলদোল নেই বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই বন্ধ কারখানার গেটে কারখানা খোলার প্রতীকী চাবি নিয়ে আমি এসেছি। ভোটে জিতলে পার্লামেন্টে গিয়ে আমি কারখানা খোলার দাবি তুলবো।
ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী তুলোধনা করছেন কেন্দ্রের বিজেপি সরকারকেও। তাঁর দাবি, বিজেপি সরকার শ্রমিকদের জন্য ভাবছে না। বরং নতুন শ্রম আইন এনে শ্রমিকদের অধিকার খর্ব করতে চাইছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও দুষে প্রতীক উর রহমানের দাবি, বাংলায় ২১ হাজারের বেশি কলকারখানা বন্ধ।
সিপিএমের এই তরুণ তুর্কি নেতা বর্তমানে বাম ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক। বয়স মাত্র তিরিশ। বামপন্থীদের মধ্যে যে তরুণ প্রজন্ম উঠে এসেছে তাঁদের মধ্যে উজ্জ্বল মুখ প্রতীক উর রহমান। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাই প্রোফাইল প্রার্থীর বিরুদ্ধে তাঁকেই পাঠিয়েছে বামফ্রন্টের শীর্ষ নেতারা। প্রতীক উর রহমানও বাম আন্দোলনের ধারা মেনে এই লড়াইয়ে পাশে টানতে চাইছেন শ্রমিক শ্রেণিকে। তাই থার্মোকলের নকল চাবি হাতে বন্ধ কল কারখানার দরজায় দরজায় ঘুরে শ্রমিকদের সমর্থন আদায় করতে চাইছেন তিনি। এদিন তাঁকে ভোটের খরচের জন্য এলাকাবাসীদের থেকে অর্থ সংগ্রহ করতেও দেখা গেল। তাঁর সমর্থনে অনেকেই ১০, ২০, ৫০ টাকা সাহায্য করেন।
Discussion about this post