ভোটের মাঝে ফের পুলিশে রদবদল। আনন্দপুর, ডায়মন্ড হারবারের ওসি বদলের পর এবার বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আগেই তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। অধীরের দাবি, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত তাঁর পরিবর্তে অন্য নাম পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যকে। যদিও তাঁকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না এমন কোন নির্দেশিকা দেয়নি কমিশন।
এর আগে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশকে সরিয়ে দিয়েছিল কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএসকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কমিশন। তার জায়গায় আনা হয়েছিল আইপিএস সৈয়দ ওয়াকার রাজাকে। সেই সময়ও অধীর রঞ্জনের অভিযোগের ভিত্তিতে শ্রী মুকেশকে সরানো হয়েছিল। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post