বহরমপুরে সৌজন্যে রাজনীতি। প্রচারে বেরিয়ে একাধিকবার ‘গো ব্যাক’ স্লোগান শোনা গিয়েছে । গাড়ি ঘিরে বিক্ষোভ, বিশৃঙ্খলার ছবি দেখেছেন। কিন্তু শনিবার শেষ দফার প্রচারে সৌজন্যের রাজনীতি দেখল বহরমপুর। সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে বহরমপুরে।শনিবার সকালে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে অধীর চৌধুরী নির্বাচনী রোড শো শুরু করেন। প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা মুখোমুখি হন। হুডখোলা গাড়িতে ছিলেন কংগ্রেস প্রার্থী। এরপরই অধীরের গাড়িকে লক্ষ্য করে ফুল ছোড়েন বিজেপির নির্মল সাহা। দু দলের রোড শো একই রাস্তায় এসে গেলেও কোনও উত্তেজনা তৈরি হয়নি। বরং বহরমপুর শহরের লালদীঘির ধারে দুই প্রার্থীর মুখোমুখি সৌজন্য বিনিময় হয়। অধীর চৌধুরীকে দেখে হাত জোড় করেন এবং ফুল ছুড়ে দেন বিজেপি প্রার্থী। পাল্টা হাতজোড় করে হাসিমুখে সেই ফুল গ্রহণ করেন অধীর।
Discussion about this post