সকাল সকাল স্বশরীরে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির ভোটার। আছে ভোটার কার্ডও। কিন্তু তাও ভোট দেওয়া হলো না। বাড়ি ফিরে যেতে হল এক প্রৌঢ়াকে। ঘটনাটি জামালপুর বিধানসভার আনগুনা বি এম হাইস্কুলে ২৫১ নং বুথের। ভোটারের নাম মায়া সামন্ত,বাড়ি জামালপুরের আনগুনায়। ভোট দিতে ভোটকেন্দ্রে গিয়ে প্রৌঢ়া জানতে পারেন তিনি মৃত! ভোটার লিস্টে তাঁর নামের পাশে লেখা আছে ডিলিটেড।প্রৌঢ়া জানিয়েছেন, তিনি ভোট দিতে এসেছিলেন কিন্তু তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোটগ্রহণ কেন্দ্র থেকে তাঁকে বলা হয়েছে তিনি মৃত। অবশ্য ভোটার লিস্টে সেরকমই উল্লেখ আছে। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরে যান বৃদ্ধা।
উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের দুপুর ১ টা পর্যন্ত ভোটের শতাংশ জানালো নির্বাচন কমিশন।
বহরমপুর – ৫২.২৭%
কৃষ্ণনগর – ৪৯.৭২%
রানাঘাট – ৫২.৭০%
বর্ধমান পূর্ব – ৫৫.৮৭%
বর্ধমান দুর্গাপুর – ৫০.৩০%
আসানসোল – ৪৯.৫৫%
বোলপুর – ৫৪.৮১%
বীরভূম – ৪৯.৬৩%
দুপুর ১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫১.৮৭%। সব থেকে বেশি ভোট পড়েছে বর্ধমান-পূর্ব ৫৫.৮৭%।
প্রসঙ্গত, বহরমপুরে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৭৯, এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৫৮। কৃষ্ণনগরে মোট ভোট কেন্দ্র ১৮৪১, স্পর্শকাতর ভুতের সংখ্যা ৩৩৮। রানাঘাটে মোট ভোট কেন্দ্র ১৯৮৩, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১০, বোলপুরে মোট ভোট কেন্দ্র ১৯৭৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৫৯। বীরভূমে মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০। বর্ধমান পূর্বের মোট ভোট কেন্দ্র ১৯৪৩, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০১। বর্ধমান দুর্গাপুরে মোট ভোট কেন্দ্র ২০৩৯, স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২২। আসানসোলের মোট ভোট কেন্দ্র ১৯০১, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post