আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। রাজ্যের ৮ লোকসভা আসনে এই দফায় ভোট গ্রহণ হবে। কমিশন সূত্রের খবর, ষষ্ঠ দফার নির্বাচনে কড়া নিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ষষ্ঠ দফায় মোট ৯৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
আগামী ২৫ মে রাজ্যের ৮ আসনে লোকসভা ভোট। ষষ্ঠ দফার ভোটে বুথগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণ পর্বে ৯৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। এই পর্যায়ে বঙ্গের যে আট আসনে ভোট হবে সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক এবং ঘাটাল। অশান্তি এবং হিংসার ঘটনা ছাড়া ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর পরিকল্পনা কমিশনের। সেই সঙ্গে পঞ্চম দফায়ও ভোট গ্রহণে শান্তি বজায় রাখতে ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। আগামী ২০ মে পঞ্চম দফার লোকসভা ভোটে বাংলার ৭ আসনে ভোট হবে। সেগুলি হল যথাক্রমে, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। প্রসঙ্গত প্রথম ও দ্বিতীয় দফার লোকসভা ভোটে রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের এক বুথে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছিল। শিলিগুড়িতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। বাকি দফাগুলিতে তাই কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে বাড়তি সতর্ক কমিশন।
ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post