হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। পঞ্চম দফায় ব্যারাকপুর কেন্দ্রে রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে প্রচন্ড গরম উপেক্ষা করেই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে প্রতিদ্বন্দ্বিদের জোর টক্কর দিচ্ছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার সারলেন। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬,২৭,২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ এলাকার নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক সড়ক সমাবেশের আয়োজন করা হয়। সড়ক সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সান্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে তিনি বলেন, “যে ভিডিওটি বের হয়েছে সেটা ভুয়ো নয়। সন্দেশখালির ঘটনা যে আসলে বিজেপির সাজানো, সেটা মানুষ বুঝে গেছেন। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে বিজেপি। আর তার প্রতিফলন ভোট বাক্সে পড়বে।”
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post