শিয়রে ভোট তমলুক লোকসভা কেন্দ্রে। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সকল পক্ষই। তরুণ তুর্কি দেবাংশু এবং সায়নকে টেক্কা দিতে জোরদার প্রচার করছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। রবিবার তাঁর প্রচারে ছিল বিশেষ চমক। এদিন অভিজিতের সমর্থনে পূর্ব মেদিনীপুরে প্রচার করতে দেখা দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। কোলাঘাটে হুড খোলা গাড়িতে চেপে কয়েক কিলোমিটার রোড-শো করলেন মহাগুরু। এদিন তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে মিঠুন বলেন, ‘CAA নিয়ে মিথ্যে প্রচার করছে একটি পার্টি। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দূর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য একটি আইন, কেড়ে নেওয়ার জন্য নয়।
বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সকলে নাগরিকত্ব পাবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন আমি তা চাটবো।’ এরপরেই মিঠুনের নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন বলেন,’ওঁকে বলুন একদিন প্রেসমিট করে হিসাব দিতে। তারপর যদি না মেলে আমি ওদের সঙ্গ হাঁটবো। এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে। আবার উনি বলছেন বাংলায় বাড়ি বানিয়ে দেবো। বাংলার অধিকাংশ বাড়ির ৪০/৫০ শতাংশ হয়ে পড়ে রয়েছে। একবারও বলছেন না হিসাব দেখাতে পারিনি বলে মিলছে না।’ প্রসঙ্গত, এর আগে তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ শাণিয়েছেন বর্ষিয়ান অভিনেতা। পাশাপাশি, বিজেপির একাধিক প্রার্থীর সমর্থনে নাগারে প্রচার করছেন মিঠুন চক্রবর্তী। তবে, গেরুয়া প্রার্থীদের হয়ে তাঁর এই মাঠে নামা কি আদৌ ফলপ্রসূ হবে? জানা যাবে ৪ জুন।
Discussion about this post