রাত পোহালেই ভোটের ফলাফল ঘোষণা। তার আগেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ভোটের কাজ সেরে ফেরার পর এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক জওয়ান৷ অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ধৃত কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের নাম তিরঞ্জন প্রধান ৷
যেই জওয়ানের ওপর সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সেই জওয়ানের বিরুদ্ধেই উঠল এমন মারাত্মক অভিযোগ। জানা যাচ্ছে, রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন ওই জওয়ান। ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে আটক করেছে চিৎপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত আড়াইটে নাগাত ভোটের ডিউটি সেরে বারুইপুর থেকে কলকাতা স্টেশনে আসে ওই জওয়ান। সেখান থেকে বিশেষ ট্রেনে তার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, মত্ত অবস্থায় ওই জওয়ান স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়ে ঘুমন্ত দুই বোনের শ্লীলতাহানি করে। অশ্লীল ভাবে দুই বোনের শরীরে জওয়ান স্পর্শ করে বলে অভিযোগ। তখন ঘুম ভেঙে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ। এরপর স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে আটক করেছে পুলিশ। এই অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একজন অফিসারকে পাঠানো হয়েছে।
অন্যদিকে এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে রাজ্যের শাসক শিবির৷ তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে হয়েছে, “শ্লীলতাহানির জন্য কলকাতায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর কলকাতা ৷ সেন্ট্রাল রিজার্ভ ‘প্রিডেটরি ফোর্স’গুলি বাংলার মহিলাদের মর্যাদা লঙ্ঘনের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এবার কেন মুখে কুলুপ এটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷”
Discussion about this post