কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে পা রেখেছিলেন রাজনীতির ময়দানে। প্রত্যাশামতোই যোগ দিয়েছেন বিজেপিতে এবং লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন তমলুক আসন থেকে। যিনি এতদিন বিচারপতির আসনে বসে অভিযুক্তদের বিচার করতেন, এবার তিনিই অভিযুক্ত। বলা ভালো খুনের চেষ্টার মামলা-সহ একাধিক ধারায় অভিযুক্ত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতা। অভিযোগের তালিকায় রয়েছে খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধোর-সহ একাধিক জামিন অযোগ্য ধারা।
প্রসঙ্গত, গত শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে তুলকালাম বাধে তমলুক হাসপাতাল মোড়ে। সেখানেই গত সোমবার থেকে ধরণায় বসেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তৃণমূলপন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগেই এই ধরণা হচ্ছিল। ওই এলাকা দিয়ে বিজেপি প্রার্থীর মিছিল যাওয়ার সময় শুরু হয়ে যায় অশান্তি। ধরণামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে ভেসে আসে চোর চোর স্লোগান। পাল্টা প্রতিবাদ জানায় বিজেপি কর্মী-সমর্থকরা। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় তমলুকের হাসপাতাল মোড় চত্বর। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, ধরণামঞ্চ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে এবং চেয়ার ভাঙা হয়েছে। মহিলা শিক্ষকদের প্রতি অশালীন আচরণের অভিযোগও রয়েছে। এক শিক্ষক এবং এক শিক্ষিকাকে আহত অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনার পরই তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের এক নেতা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতা প্রশান্ত দাস-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের শ্লীলতাহানি, মারধোরের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন তিনি। যদিও বিজেপির তরফে দাবি, গোলমালের সময় ঘটনাস্থলের ধারেকাছে ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর স্বয়ং বিজেপি প্রার্থীর দাবি, এটা তৃণমূলের সাজানো অভিযোগ। উল্লেখ্য, বিচারপতি থাকাকালীন একের পর এক মামলায় বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তী সময় বিচারপতির পদ থেকে সরে রাজনীতির ময়দানে আসার পর তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে। এবার হল এফআইআর। আগামী ২৫ মে তমলুকে ভোটগ্রহন। ত্রিমুখী লড়াইয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়।
কসবা ল কলেজের ঘটনার পর রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একের পর এক বিস্ফোরক অভিযোগ করতেই বিতর্কের জন্ম দিয়েছে। আর...
Read more
Discussion about this post