আজ ফের সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ২৫৭৫৩ জন চাকরিহারা। প্রশ্ন উঠছে অনেকগুলি। আজই কী যোগ্য-অযোগ্যদের তালিকা জমা দেবে এসএসসি? আজ কি সুপ্রিমে স্থগিতাদেশ পাবে হাইকোর্টের নির্দেশ? সূত্রের খবর, আজ এসএসসি সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে। সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য-অযোগ্যদের ফারাক বোঝাবে কমিশন। সর্বোচ্চ আদালত চাইলে পরে তালিকা পেশ করবে তারা।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল হয়। সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, যেহেতু একাধিকবার তলব করার পরও এসএসসি বা রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া হয়নি, তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে, গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। এসএসসি-র দাবি অনুযায়ী, ৬হাজার চাকরিতে বেনিয়ম হলে গোটা প্যানেলটা বাতিল কেন? গত সোমবার সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, আসল ওএমআর শিট নষ্ট হয়েছে, তার স্ক্যানড কপিও সিস্টেমে রাখা হয়নি। অন্যদিকে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসা স্বয়ং ভুয়ো।
সেক্ষেত্রে কি যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করা কিভাবে সম্ভব? আজ এই মামলার পরবর্তী শুনানি। নতুন করে এসএসসি চাকরি হারানো সংক্রান্ত নতুন যে মামলা হয়েছে তা আজ পুরনো মামলার সঙ্গে একসঙ্গে শুনবে সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতির এজলাসে নতুন মামলা একসঙ্গে শোনার আর্জি জানানো হবে বলে খবর। যোগ্য চাকরিহারাদের একাংশ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক নতুন পিটিশন ফাইল করা হয়েছে।
Discussion about this post