লোকসভা ভোটের মধ্যেই ফের অভিযান চালিয়ে বিপুল পরিমান টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র আধিকারিকরা। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি। ইডি সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগীর আলমের সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রায় ২০ কোটি টাকা নগদ। এত টাকা কোথা থেকে এল এবং কি কাজে তা ব্যবহার করা হতো তা তদন্ত করে দেখছেন ইডি-র আধিকারিকরা।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ইডি-র তদন্তকারীরা হানা দেয় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায়। গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে এক আর্থিক তছরুপ মামলার তদন্তেই এই অভিযান বলে জানিয়েছে ইডি। তদন্তে উঠে আসে গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগীর আলমের সচিব সঞ্জীব লালের নাম। এরপরই সোমবার সকালে সঞ্জীব লাল এবং তাঁর পরিচারকের বাড়িতে চলে অভিযান। এই অভিযানেই সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে পাওয়া যায় নগদ ২০ কোটি টাকা। সেই সঙ্গে পাওয়া গিয়েছে একটি পেন ড্রাইভ।
প্রসঙ্গত, গত বছরই আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। তবে লোকসভা ভোটের মধ্যে একসঙ্গে এত টাকা উদ্ধারের ঘটনা বেশ গুরুত্ব দিয়েই দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই টাকা কী নির্বাচনের কাজে ব্যবহার করা হতো? সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগীর আলমের ভূমিকা কতটা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post