৬ দিন টানা অনশনের পর কুনাল ঘোষ এর অনুরোধে ধর্না তুলে নিলেন উত্তর কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন প্রয়োজন হলে আবারও প্রতিবাদে নামবেন তিনি। কাজ করতে পারছে না অভিযোগ তুলে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে ধর্নায় বসেছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এর আগে মোনালিসা ধর্না দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের সামনে। বুধবার তাঁকে দেখা গেল সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকের রাস্তায়। পাশাপাশি অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরাও যোগ দিয়েছেন। সাংবাদিকদের মোনালিসা জানান, তিনি তিনদিন ধরে জানিয়েছিলেন কাজ করতে বাধা পাচ্ছি। কয়েকজন ব্যক্তির জন্য কাজে অসুবিধা হচ্ছে। বিষয়টি উচ্চ-নেতৃত্বকে জানিয়েছেন মোনালিসা। তবে এখনও সমস্যার সুরাহা হয়নি। তাঁর প্রশ্ন, ৪৯ নম্বর ওয়ার্ড কি উত্তর কলকাতার বাইরে? এখানকার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো কাউন্সিলরকেই জবাব দিতে হবে। এর জন্যই উচ্চ-নেতৃত্বর কাছে যান। একাধিক মিটিংয়ে বারংবার বলেছেন যে একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু কয়েকজনের জন্য সেটা হচ্ছে না বলে দাবি ৪৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। তবে দীর্ঘ ধর্নার পর তৃণমূল মুখপাত্রের আবেদনে সেই ধরনের তুলে নেন মোনালিসা।
Discussion about this post