টলিপাড়ায় আবারও বাজলো সানাই। সাড়ে ৬ বছরের প্রতীক্ষার পর অবশেষে ১৯ শে এপ্রিল চারহাত এক হল রাতুল – রূপাঞ্জনার। কোনও এলাহি আড়ম্বর নয়, রীতি মেনে গায়ে হলুদ, হল শুভদৃষ্টি থেকে অগ্নিকে সাক্ষি করে নব দম্পতি বাঁধা পড়লেন সাত পাকে। আইবুড়ো ভাত অবশ্য আগেই হয়ে গিয়েছিল রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর। নিয়ম মেনে বাদ জায়নি নান্দিমুখও। একেবারে ঘরোয়া ভাবে ছেলে রিয়ানকে নিয়ে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী। এদিন নিউটাউনের অভিজাত হোটেলে বসেছিল বিয়ের আসর।
তাই বিয়ের আগের দিনই শহরের অভিজাত হোটেলে পৌঁছেছিলেন উভয় পক্ষের পরিবার। বিয়ের আগের দিন হোটেলে অভিনেত্রীকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর কাছের বেশ কয়েকজন বন্ধু। হাতে শাঁখা-পলা, পরণে হালকা রঙের শাড়ি, করেছিলেন নেল আর্টও। তবে অভিনেত্রী রূপাঞ্জনাকে এই সাজে টেলিভিশনের পর্দায় প্রায় অনেকবারই দেখেছেন দর্শকরা। তবুও, এদিনের সাজের মধ্যে ছিল অনেক পার্থক্য। পুরনো স্মৃতি ভুলে নতুন জীবনে পা রাখার আনন্দের সঙ্গে চোখে মুখে আলগা লজ্জার ছাপ, স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর মুখে।
জানা যায়, অনুষ্ঠান শুরুর আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তাঁরা। এদিকে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারদ। গরমের কথা মাথায় রেখেই পোষাক, সাজগোজ থেকে শুরু করে গয়না সবই ছিল ছিমছাম। অন্যদিকে রাতুলও পড়েছিল হালতা ঘিয়ে রঙের পাঞ্জাবী সঙ্গে সাদা পাজামা। সকালে গায়ে হলুদের অনুষ্ঠানেও হালকা সাজে সেজেছিলেন নব দম্পতি। সেই সময় রূপাঞ্জনার পরণে ছিল হলুদ শাড়ি সঙ্গে আর্টিফিসিয়াল ফুলের গয়না।
অন্যদিকে, রাতুল পড়েছিলেন হালকা মাল্টি রঙের তাঁত পাঞ্জাবি সঙ্গে সাদা পাজামা। পাশাপাশি নব দম্পতির রাতের পোষাকও ছিল দেখার মতোন। পরণে লাল বেনারসী, হালকা সোনার গয়না মাথায় মুকুট। পাশে বর বেশে রাতুল। সেই সঙ্গে নব দম্পতির গলায় ছিল গোলাপের মালা। মালা বদলের পরে ছেলেকে পাশে নিয়ে সমস্ত বিয়ে সারেন অভিনেত্রী। সিঁথি ভর্তি সিঁদুরে বরের পাশে বেশ লাগছিল রূপাঞ্জনাকে। তবে বিয়ের সঙ্গে খাবারের মেনুতেও ছিল বাঙালী ছোঁয়া। ছিল চিংড়ির মালাইকারি, পাতুরি, মটন। সঙ্গে ছিল স্যুপ, পাস্তা এবং স্যালাডের নানা রকমারি পদও। ঘরোয়া অতিথিরা ছাড়াও এদিন রূপাঞ্জনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনো দুনিয়ার এক ঝাঁক কলাকুশলীরা।
তবে এ বিষয় রূপাঞ্জনা জানান, আমাের বিয়ের প্ল্যানিংটা ছিল অনেক আগে থেকেই। শুধু ছেলে বড় হওয়ার অপেক্ষা করছিলাম। আমাদের বিয়ে নিয়ে রিয়ানকে ইঅনেক বোঝানো হয়েছিল। তবে রিয়ান রাতুলকে খুব ভালোবাসে। ও রাতুলকে চ্যাম্পস বলে ডাকে। বিয়ের প্রত্যকটি ছবি ইতিমধ্যেই স্যোশাল সাইডে পোস্ট করেছেন অভিনেত্রী। যদিও বিয়ের আগে থেকেই নব দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন নেটিজেনরা।।
Discussion about this post