কেরলে ভোটের লড়াইয়ে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস সিপিএম। কেরলের ওয়ানাড কেন্দ্রে এবারও প্রার্থী রাহুল গান্ধী। দু’দিন আগেও কেরলের কান্নুরের সভা থেকে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ‘দু’জন মুখ্যমন্ত্রী জেলে। অথচ দুর্নীতির বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও কেরলের মুখ্যমন্ত্রীকে ইডি-সিবিআই ডাকছে না। কেন পিনারাইকে জেলে ভরছেন না মোদী?’ রাহুলের অভিযোগ, জেলযাত্রা থেকে বাঁচতে পিনারাই প্রধানমন্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেন। তাঁর সমালোচনা করেন না।’ তাৎপর্যপূর্ণ বিষয় ঠিক এইখানেই। বিজেপির বিরুদ্ধে দিল্লিতে একজোট হয়েছে রাজনৈতিক দলগুলি। ইন্ডিয়া জোটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আপ সহ বিভিন্ন দল। দিল্লিতে যে দলগুলি এক জোট অর্থাৎ সিপিএম কংগ্রেস। বাংলারও একই ছবি। অথচ কেরলের প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের। উল্লেখ্য, কেরলের মুখ্যমন্ত্রীর দফতরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগে বছর দুই আগে সরব হয়েছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাৎপর্যপূর্ণভাবে তিনিও কয়েক মাস যাবত মুখে কুলুপ এঁটেছেন। একসময় এই কেরলের রাজ্যপাল অভিযোগ করেছিলেন সোনা পাচার চক্রে মুখ্যমন্ত্রীর অফিসের আধিকারিকেরা যুক্ত। খবর ছিল মুখ্যমন্ত্রীর কাছেও। রাহুলের এই মন্তব্যের পাল্টা হিসেবে পিনারাই বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করি না। আমি জানতে চাই সিএএ নিয়ে কংগ্রেস নীরব কেন? কেন দিল্লির প্রতিবাদে একজনও কংগ্রেস কর্মী গ্রেফতার হননি। রাহুল গান্ধী কোথায় ছিলেন। আপনি হয়তো ভুলে গিয়েছেন, তাই মনে করিয়ে দিচ্ছি আপনার ঠাকুমা (ইন্দিরা গান্ধী) বিরোধীদের কীভাবে নির্যাতন করতেন। আমাদের বিনা কারণে জেলে পুরেছেন। কিন্তু সিপিএমকে শেষ করা যায়নি।’
Discussion about this post