লোকসভা ভোট চলাকালীনই মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীসগঢ়ের বস্তারে নারায়নপুর অঞ্চলে জেলা রিজার্ভ গার্ড এবং এসটিএফ-এর যৌথ অভিযানে নিকেশ হয়েছে সাত মাওবাদী সদস্য। এর মধ্যে দুজন মহিলা আছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বস্তারের নারয়ণপুর-কাঙ্কের সীমান্তবর্তী আবুজমাদের জঙ্গলে মাওবাদীদের একটি ডেরার সন্ধান পায় যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়েই মঙ্গলবার ভোরে শুরু হয় অভিযান। নিরাপত্তাবাহিনী এলাকা ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই।
বেশ কয়েকঘণ্টা অভিযান চালানোর পর নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়, ঘটনাস্থলে কমপক্ষে সাতজন মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন মহিলা সদস্য আছে। বাকি মাওবাদীরা পালিয়ে গিয়েছে এবং তাঁদের খোঁজে চলছে তল্লাশি। মাওবাদীদের ওই ডেরায় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, এরমধ্যে একটি একে৪৭ রাইফেলও আছে। তবে যৌথবাহিনীর কোনও জওয়ান হতাহত হয়নি বলেই জানানো হয়েছে।
ছত্তীসগঢ় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। মঙ্গলবার ভোরে এলাকা ঘিরে ফেলতেই গুলির লড়াই শুরু হয়েছিল। তবে অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মাওবাদী অভিযানে ২৯ জনকে নিকেষ করেছিল ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনী। তাঁদের মধ্যে ছিলেন মাওবাদী শীর্ষনেতা শঙ্কর রাও এবং তাঁর স্ত্রী ললিতা মেরাভি। কয়েকদিন আগেই বিজাপুরে এমনই এক এনকাউন্টারে ১৩জন মাওবাদী নিহত হয়। এবার নারায়নপুরে হানা দিয়ে সাত মাওবাদী নিকেষ করল নিরাপত্তাবাহিনী।
২০২৪ সালের ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই মহাকাশ যাত্রী। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা...
Read more
Discussion about this post