আগের বছর ১৮ জুন গুরু নানক শিখ গুরুদ্বারে সান্ধ্যকালীন প্রার্থনার পর আততায়ীর গুলিতে নিহত হন খলিস্তানি জঙ্গি হরদীপ। এবার সেই ঘটনায় অভিযুক্তরা ধরা পড়লো। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় এবার তিনজনকে গ্রেফতার করল কানাডা পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ওই তিনজনের নাম করণপ্রীত সিং, কমলপ্রীত সিং এবং করণ ব্রার। সূত্রের খবর, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যাচাই করা হবে ভারত সরকারের সঙ্গে তাদের কোনও যোগাযোগ রয়েছে কি না।
কয়েকমাস আগে থেকে তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছিল। তাদের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছিল। তিন ব্যক্তিরই আলাদা আলাদা কাজ ছিল। তারা কোথায় যাচ্ছে? কাদের সঙ্গে দেখা করছে? কতক্ষন দেখা করছে? সেই সমস্ত বিষয় নজর ছিল কানাডা পুলিশের। এই গ্রেফতারিতে কানাডা পুলিশের সঙ্গে আমেরিকান গোয়েন্দা সংস্থাও কাজ করেছে বলে জানা যাচ্ছে। সহকারী আরসিএমপি কমিশনার ডেভিড টেবুল বলেন, “তদন্ত এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডে অন্যরাও জড়িত থাকতে পারে তা আমরা জানি। তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করতে বদ্ধপরিকর আমরা।” উল্লেখ্য, এই হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডার মধ্যে বাকযুদ্ধ চলেছে দীর্ঘদিন। হরদীপ খুনের নেপথ্যে ভারতীয় এজেন্সির হাত রয়েছে বলে একাধিকবার অভিযোগ করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পাল্টা হিসেবে ভারত বলেছিল, কানাডায় বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ এবং হিংসাকে রাজনৈতিক উদ্দেশ্যে মদত দেওয়া হচ্ছে।
Discussion about this post