স্বল্পমূল্যের ভাতের হোটেল খুলছেন অরিজিৎ সিং।বিখ্যাত সঙ্গিত শিল্পী বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং।দেশজোড়া তার খ্যাতি।বলিউড থেকে টলিউড, দেশ থেকে বিদেশ সব জায়গাতেই তাঁর খ্যাতি বিরাজমান।সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর লাখ লাখ ভক্ত।এত বিপুল সম্মান থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা তার জীবন।মুম্বাইতে বিলাস বহুল বাংলোয় নয়।তিনি থাকেন নিজের জন্মস্থান জিয়াগঞ্জে।মাঝে মাঝেই তাকে দেখা যায় রাস্তায়।স্কুটি চালিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যান অরিজিৎ।পরনে ঢিলেঢালা পোশাক।অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। তবে সম্প্রতি খবর পাওয়া গেছে, অরিজিৎ সিং নাকি ভাতের হোটেল খুলেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রয়েছে সেই হোটেল।যার নাম ‘হেঁশেল’। জানা গেছে রেস্তোরাঁটি অরিজিতের বাবার।এই হোটেলের ব্যাবসা করেই ছেলেকে মানুষ করেছিলেন তিনি। আজ সুপুত্রের ন্যায় এই হোটেলের দায়িত্ব নিচ্ছেন অরিজিৎ।মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রয়েছে অরিজিত সিং এর এই ভাতের হোটেল।খুবই সাধারণ,ছিমছাম হোটেল।
যেখানে 30 টাকায় ভরপেট খাওয়ানো হয়। বর্তমানে এটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে এই হোটেল। এই হোটেলের খাবার চেখে দেখতে উৎসুক অরিজিৎ ভক্তরা।এখানে থালি শুরু হচ্ছে ৩০ টাকা থেকে।আমিষের মধ্যে রয়েছে চিকেন, মটন , পনিরের বিভিন্ন আইটেম।আর সব কিছুই সাধ্যের মধ্যে। অর্থাৎ কমদামে ভালো খাবার। এত বড়ো সেলিব্রিটি হওয়ার পরও অরিজিতের জীবন যাপনে ঐশ্বর্য লেশমাত্র নেইষ, চাইলেই পাঁচতারা হোটেল করতে পারেন অরিজিৎ।কিন্তু তাও বাবার কাজের এতটুকু পরিবর্তন না করে দায়িত্ব নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন ভাতের হোটেল।
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নিজের প্রতিশ্রুতিগুলি রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করলেন এক নতুন অধ্যায়। দায়িত্ব পাওয়ার...
Read more
Discussion about this post