সোনায় মোড়ানো বিলাসবহুল হোটেল দেখেছেন কখনো?এখন সোনার দাম আকাশছোয়া।সোনার গয়না আমাদের কাছে শুধু অলংকার ই নয়।পুঁজি ও বটে।অনেক রকম কাজে আসে সোনা।দিন দিন এই ধাতুর দাম বাড়ছে।সেখানে একটা আস্ত সোনার হোটেল।যেখানে সিলিং থেকে শুরু করে দেওয়াল,বিভিন্ন আসবাব এমনকি বাথটব ও সোনার।এখন হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন থিমে সাজানো হয়।বিলাসবহুল সেই হোটেলে থাকার খরচ ও অনেক।যারা খুব সৌখিন তারা সেই সব হোটেলে গিয়ে থাকেন।এছাড়া বিদেশে এরকম অনেক হোটেল রয়েছে যেখানকার থিম দেখতে তাজ্জব বনে যেতে হবে।আর তার মধ্যেই অন্যতম ভিয়েতনামের এই সোনার হোটেল।যেখানে ঘর থেকে শুরু করে ,সুইমিং পুল, শাওয়ার,টয়লেট সব কিছুই সোনার।করোনাকালে যখন গোটা দেশ হাহাকার করছে তখন ভিয়েতনামের হ্যানয় তৈরী হয়েছিল এই সোনার হোটেল।হোটেলের নাম ডোলস হ্যানয়।এই হোটেলে একরাত থাকতে কত খরচ লাগবে জানেন?প্রায় 250 মার্কিন ডলার।আপনি যদি ভিয়েতনাম যান তাহলে ঘুরে আসতেই পারেন এই সোনার হোটেল।প্রসাদের ন্যায় এই সোনার হোটেলের রাজকীয়তা আপনার নজর কারবেই।
বাংলাদেশী ছোটপর্দার পরিচিত মুখ টেলি অভিনেত্রী দীপান্বিতা রায়। ওপার বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে এবার বিস্ফোরক এই অভিনেত্রী। বিগত বেশ...
Read more
Discussion about this post