কাল মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ম্যাচে । এদিনের ম্যাচ শুধু জয় পরাজয়ের ছিল না । ছিল খেলোয়াড়দের স্ট্রাইক রেট বাড়ানোর লড়াই। সাতটি ম্যাচ হেরে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রায় মূল পর্ব থেকে বাদ হয়ে গেছে বলা যায়। বেঙ্গালুর কাছে এই ম্যাচটি ছিল সম্মানের লড়াই। অপরদিকে গুজরাট টাইটানসের কাছেও এটা ছিল আইপিএলে এগিয়ে যাওয়ার লড়াই । একপেশে খেলায় আরসিবি ৯ উইকেটে হারালো গুজরাটকে ।
আইপিএল এর ১৭ তম সংস্করণে এসে বিরাট কোহলি কে প্রমাণ করতে হচ্ছে যে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সেই যথেষ্ট উপযুক্ত এবং স্ট্রাইক রেট ভালো । গতকাল উইলি জ্যাকস এর সঙ্গে নিরবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে নয় উইকেটে গুজরাটকে হারালো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আমেদাবাদে গতকালের ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট করে ২০০ রান তুলেছিল তখন মনে হচ্ছিল যথেষ্ট লড়াই হবে কিন্তু প্রথমে বিরাট এবং তারপর ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান উইল জ্যাকসের তান্ডবে ম্যাচ জিতে গেল আরসিবি । ঋদ্ধিমান সাহা এবং সুভমান ওপেন করতে নামে গুজরাটের পক্ষে কেউ তেমন রান পাননি ঋদ্ধিমান ৫ রান করে এবং সুভমান গিল ১৬ রান করে আউট হয়ে যায়। এরপর সাই সুদর্শন এবং শাহরুখ খান খেলতে শুরু করে । সুদর্শন ৪৯ বলে ৮৪ রান এবং শাহরুখ খান ৫৮ রান করে নট আউট থাকে । আইপিএলে সর্বোচ্চ রান করা সত্ত্বেও বিরাটের স্ট্রাইক রেট নিয়ে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য করেছিলেন । বিশ্বকাপ দলে তার না থাকার কথা অনেকে বলেছিলেন তার স্ট্রাইক রেটের জন্য। গতকাল মাত্র ৪৪ বলে ৭০ রানের নট আউট থাকেন বিরাটের স্ট্রাইক রেট ১৫৯.০৯। অন্যদিকে জ্যাকস ৪১ বলে সেঞ্চুরি করেন। মোহিত শর্মার শেষ ওভারে নেন ২৯ রান। তিনি পাঁচটি চার এবং দশটি ছয় মারেন এবং আইপিএলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরির নজির করেন। আজকের ম্যাচে বিরাট কোহলি স্ট্রাইক রেট সমালোচকদের জবাব দেয়ার পক্ষে যথেষ্ট। তবে আইপিএলে শুধুমাত্র ব্যাটসম্যানদের খেলা সেটা আজ প্রমাণিত হল। দু দল মিলে মাত্র চারটি উইকেট পড়েছে । আজ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাক্সওয়েল দলে ফিরে এসে আরসিবির হয়ে একটি উইকেট দখল করেন। এদিন ম্যাচ শেষ হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেন, যারা আমার নিয়ে স্ট্রাইক রেট কথা বলে, যারা বলে আমি স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারি না তবে এইসব সংখ্যাই কথা বলবে আমি নিজের কাজটাই করে যাই।।
: ২৪-২৫ নভেম্বর আইপিএল ২০২৫ এর মেগা নিলাম এর আগে সব দলই প্রস্তুতি নিচ্ছে ।এবার নিলামে কেকেআরকে নিজেদের নতুন অধিনায়ক...
Read more
Discussion about this post