ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী যে রেলস্টেশন থেকে কমপক্ষে তিনটি গন্তব্যের দিকে ট্রেন যেতে পারে, তাঁকেই জংশন স্টেশন বলা হয়। এবার পশ্চিমবঙ্গের একটি রেলস্টেশন এই নিয়মে জংশন রেলস্টেশনের মর্যাদা পেল। লোকসভা ভোটের অবহে ঐতিহ্যবাহী এই রেলস্টেশনের ভোলবদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রেলের পরিভাষায় পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে যুক্ত হল নতুন জংশন স্টেশন। ভাবছেন তো কোথায় অবস্থিত এই নতুন জংশন? সেটি হল, বাংলার অতি জনপ্রিয় ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে শেষ হয়েছে নশীপুর রেলব্রিজের কাজ। নিরাপত্তা ও পরিকাঠামোগত পরিদর্শনের পর ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস। মুর্শিদাবাদ থেকে নবনির্মিত এই ব্রিজ দিয়েই গঙ্গা পেরিয়ে ট্রেন পৌঁছবে আজিমগঞ্জ জংশন। ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব আরও কমবে। যেহেতু মুর্শিদাবাদ স্টেশন থেকে নতুন লাইনটি ভাগ হয়ে গঙ্গা নদী পেরিয়ে অন্য লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই মুর্শিদাবাদ স্টেশন পেল জংশন স্টেশনের তকমা। ইতিমধ্যেই স্টেশন বিল্ডিংয়ে “মুর্শিদাবাদ জংশন” লেখা নতুন বোর্ড বসিয়ে দিয়েছে রেল। যা দেখে স্বভাবতোই খুশি মুর্শিদাবাদবাসী।
শিয়ালদা ডিভিশনের কর্তাদের কথায়, সরকারিভাবে মুর্শিদাবাদ জংশন হিসেবে স্বীকৃতি লাভ সময়ের অপেক্ষা। লোকসভা ভোট মিটলেই সরকারি ঘোষণা হবে। তার আগে স্টেশনের পরিকাঠামো উন্নয়নের সামান্য কিছু বাকি কাজ মিটিয়ে ফেলা হবে। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, এখনই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এর জন্য আরও কিছু পরিকাঠামোগত বদল প্রয়োজন। ২২ বা ২৪ বগির এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর মতো প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। সিগন্যালিং এবং পয়েন্টর কাজও কিছু বাকি। যার কাজ দ্রুততার সঙ্গেই চলছে। তবে এই পথে খুব শীঘ্রই ১২ কোচের ইএমইউ বা মেমু ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেল কর্তারা।
মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল মুর্শিদাবাদ। এবার সেটি হচ্ছে জংশন স্টেশন। ফলে গুরুত্ব বাড়ছে ঐতিহাসিক এই স্টেশনের। প্রায় দুই দশকের বেশি সময় ধরে ভাগীরথীর উপর নসিপুর রেল ব্রিজের কাজ আটকে ছিল। সামান্য ৫০০ মিটার জমি অধিগ্রহণে সমস্যার জেরে চালু করা যায়নি এই গুরুত্বপূর্ণ রেলপথ। অবশেষে সব সমস্যা মিটিয়ে নশিপুর রেলব্রিজের কাজ শেষ হয়েছে। বর্তমানে এই ব্রিজ দিয়ে আজিমগঞ্জের দিকে মালগাড়ি চলাচল করছে। রেল কর্তাদের দাবি, খুব শীঘ্রই মুর্শিদাবাদ জংশন থেকে ট্রেন ভাগীরথী পার করে আজিমগঞ্জ, মালদা হয়ে উত্তরবঙ্গের দিকে চলাচল করবে।
Discussion about this post