ভারতের গণতন্ত্র বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র যদিও ভারতের গণতন্ত্র নিয়ে বিভিন্ন দেশ উষ্মা প্রকাশ করেছে।সূত্রের খবর ভারতে ভোট বা গণতান্ত্রিক অধিকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ করা হয় I অনেকের মতে আবার ভোট হয় না ভোট করানো হয়। অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতায় ভোট নামক বিষয়টি মোটেই সুখকর নয় , তবে তাত্ত্বিক প্রমাণ না থাকায় সে বিষয়ে কেউ কিছু বলতে চায় না। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এখনো যে বহু মানুষের মৃত্যু হয় তা আর নতুন করে বলার বিষয় নয়। তবে বুদ্ধিমান নেতারা ভোটটাকে রক্তপাতহীনভাবে নিজেদের পক্ষে করিয়ে নেয় ।ফলে এই নিয়ে পরে কোন আলোচনা বা সমালোচনা হয় না। এদেশে ভোটের মাধ্যমে নেতারা যে পদ পায় সেটা আসলে জনগণকে উৎকোচ দিয়ে, চোরেদের চৌকিদারি লাভ I বর্তমানে রাজনীতি এমন একটা বাজার যেখানে সব চোরেরা বিভিন্ন দলে ভাগ হয়ে আছে, আমি আপনি যাকেই দায়িত্ব দিই না কেন ঠকতে হবেই । যখন নেতা নেত্রীরা বলেন আমি আপনাদের জন্য এটা করলাম। ওটা করলাম তখন মনে হয় পৃথিবীর বাইরে অন্য কোন গ্রহে ওই নেতা-নেত্রীদের জমিদারি বা রাজত্ব কিছু আছে ওখান থেকে নিজেদের ধনসম্পদ নিয়ে এসে আমার আপনার উপকার করছে।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...
Read more












Discussion about this post