সোমবার প্রায় ১০০ গাড়ির কনভয় নিয়ে মনোনয়ন পেশ করতে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্র্রার্থী অর্জুন সিং। এদিন সকালে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে প্রথমে মন্দিরে পুজো দেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা। মনোনয়ন পেশের আগে তাঁর প্রতিক্রিয়া ‘ব্যারাকপুর বিজেপির ছিল আছে আর আগামীদেনেও থাকবে’। এদিন হুড খোলা জিপে চড়ে চড়া রোদ মাথায় নিয়ে রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রা করে বারাসত জেলাশাসকের দফতরে রওনা হয়েছিলেন অর্জুন সিং। তাঁকে ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু তাল কাটে বারাসত কলোনী মোড়ের কাছে। সেখানেই অর্জুনের কনভয় আটকে দেয় পুলিশ। অভিযোগ অর্জুন সিংয়ের গাড়ি অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে তর্কে জড়ান বিদায়ী বিজেপি সাংসদ। পরে অবশ্য পায়ে হেঁটেই জেলাশাসকের দফতরে পৌঁছন অর্জুন সিং। বিজেপির প্রশ্ন, আগাম খবর থাকা সত্বেও কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া অর্জুনের গাড়ি কিভাবে আটকে দিল পুলিশ।
সোমবার মনোনয়ন পেশের আগে অর্জুন সিং তোপ দাগেন প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে। তিনি তৃণমূলকে অসুরের সঙ্গে তুলনা করে বলেন, সমস্ত দেব-দেবীর কাছে পার্থনা করলাম যাতে ব্যারাকপুরে অসুর শক্তিকে বিদায় করার দরকার আছে। তাই ঠাকুরের কাছ থেকে আশির্বাদ নিয়ে এই অুসরশক্তিকে নাশ করতে চললাম। তিনি আরও বলেন, বাংলায় অসুর মানে সরকারি দল তৃণমূল কংগ্রেস। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষের অধিকার কেঁড়ে নিচ্ছে, ঘরবাড়ি কেঁড়ে নিচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেঁড়ে নিচ্ছে। এরপরই তিনি লক্ষাধিক ভোটে জেতার দাবি জানিয়ে মনোনয়ন পেশ করতে যান। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জেতার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন অর্জুন সিং। কিন্তু এবার লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। ফলে ফের তিনি বিজেপিতে ফিরে লোকসভার টিকিট পান। ব্যারাকপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। ফলে ব্যারাকপুর আসনে এবার লড়াই হাড্ডাহাড্ডি। তবে অর্জুন সিং আশাবাদী এক লক্ষের বেশি ভোটে জিতবেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে অর্জুন সিং ২০ হাজারের সামান্য বেশি ভোটে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন।
Discussion about this post