দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও ভোট পরবর্তী সন্ত্রাসে রক্ত ঝরল শিলিগুড়ির মাটিগড়ার খোলাইবকতরি এলাকায়। জানা যায়, রবিবার রাতে বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর সহ বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ কমপক্ষে ১০ জন। গতরাতের ঘটনার পর এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।
বুথ সভাপতি ও দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার মাটিগাড়ায় ১২ ঘন্টার বনধ সফলের জন্য পথে নামে বিজেপির কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১২ ঘন্টার বনধকে সফল করতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল দলীয় কর্মী সমর্থকরা। এদিন সকাল ৯টা নাগাদ বালাসন ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে পথ অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে ব্যাপক যাটজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট ধরে অবরোধ চলে বিক্ষোভকারীদের বলে জানা যায়। এরপর এদিন সকাল মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গেরুয়া ব্রিগেডের সমর্থকরা। বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধের জেরে এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল যান চলাচল। বনধে যাতে কোনও প্রকার অশান্তি না হয় তাই এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post