পাকিস্তানের সরকারি কোষাগারে হাড়ির হাল। এবং তা ঠিক হওয়ার কোনও লক্ষণ নেই। বরং আরও বেশি ঋণের বোঝা চাপছে পাকিস্তানের আম জনতার মাথায়। এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্ক থেকে নতুন করে ঋণ পাওয়ার আশাও ক্ষীন। ফলে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল। কোষাগারের হাড়ির হাল ফেরাতে পাকিস্তানের সমস্ত সরকারি সংস্থা বিক্রি করতে উদ্যোগী হয়েছে পাক সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আপাতত পর্যায়ক্রমে অধিকাংশ সরকারি সংস্থা বিক্রি করা হবে।
এর আগেও পাকিস্তান সরকার অলাভজনক সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু জনরোষে এর থেকে সরে আসতে বাধ্য হয়েছিল পাক সরকার। তবে এবার অবস্থা আরও সঙ্গীন। ফলে এবার শুধু অলাভজনক নয়, লাভজনক সরকারী সংস্থাগুলিও বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, প্রাইভেটাইজেশন প্রোগ্রাম ২০২৪-২৫। সূত্রের খবর, এই তালিকায় রয়েছে ৪৪টি সংস্থা। যার মধ্যে অন্যতম পাকিস্তান এয়ারলাইন্স। এর আগেও পাকিস্তান এয়ারলাইন্স বিক্রির টেন্ডার ডাকা হয়েছিল। তবে কোনও সংস্থা এগিয়ে আসেনি। এবার নতুন করে কর্মসূচি নেওয়া হচ্ছে। ইসলামাবাদ বিমানবন্দর বেসরকারিকরণের জন্য ডাকা হবে গ্লোবাল টেন্ডার। এছাড়া তালিকায় রয়েছে, পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলিও। ধাপে ধাপে পাকিস্তানের সবচেয়ে বড় করাচি বন্দর বেসরকারী সংস্থার হাতে তুলে দিতে চায় পাক সরকার।
পাকিস্তানের অর্থনীতি বর্তমানে এতটাই ধুঁকছে যে বলা যায় আইসিইউ-তে আছে। যে কোনও মুহূর্তে একেবারে ধসে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের মুদ্রাস্ফিতির হার ৩৮ শকাংশে পৌঁছে গিয়েছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষ দুবেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছেন। দুধ, চিনি, চাল, আটার মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে। পাকিস্তানে দুধের লিটার ২০০-২২০ পাকিস্তানি রুপি। আটা কেজি প্রতি ৮০০ রুপি। চালের দাম কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ পাকিস্তানি রুপি। ফলে দৈনন্দিন জীবনযাপন করতে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের আম জনতার। অপরদিকে পাকিস্তানের বৈদশিক মুদ্রার ভান্ডারও কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পাক সরকার দেশের সমস্ত সরকারি সংস্থা বেরসরকারি হাতে তুলে দিয়ে কোষাগারের ঘাটতি পূরণ করতে চাইছে।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তার আগের মেয়াদ শেষ...
Read more
Discussion about this post