রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই। যখন প্রার্থী ঘোষণার হয়নি, তখন থেকেই প্রচারের জন্য কয়েকমাস আগে থেকেই ময়দানে নেমে পড়েছিল রাজনৈতিক দলগুলি। জনগণের মন জিততে তাদের দুয়ারে দুয়ারে যান রাজনৈতিক নেতা নেত্রীরা। প্রতিবারই নির্বাচনের আগে প্রচারের জন্য রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে চাহিদা বাড়ে চার্টার্ড প্লেন ও হেলিকপ্টারের। কারণ, সড়ক পথে গেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, আকাশ পথে গেলে সময় অনেকটাই কম লাগে। তাই নির্বাচনী সভা কিংবা প্রচারের জন্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভরসা হল এই উড়ান পরিষেবা। তবে প্রচারের স্বার্থে ব্যবহৃত উড়ান হঠাৎ করেই বুক করলে হবে না। আগে থেকে বুকিং করতে হয় কপ্টার কিংবা চ্যাটার্ট উড়ান। চলতি নির্বাচনে প্রার্থী ঘোষণার আগেই উড়ান না পাওয়ার আশঙ্কায় নির্বাচনী প্রচারের জন্য আগাম উড়ান বুকিংএর হিড়িক পড়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে। তবে জানেন, উড়ানে চড়ে প্রচারের জন্য কত খরচ করতে হয় রাজনৈতিক দলগুলিকে। জানলে চোখ কপালে উঠবে আপনার।
সাধারনত, হেলিকোপটার বুকিং এর জন্য প্রতি ঘন্টা হিসাবে টাকা নেওয়া হয়। পর্তি ঘন্টায় পড়ে ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা । কিন্তু চাহিদা অনুযায়ী এই অঙ্ক পাল্টে যায়। সূত্রের খবর, বর্তমানে উড়ান বুকিং করতে গেলে পড়ছে প্রতি ঘন্টায় পড়ছে ৫ থেকে ১০ লক্ষ টাকা। ভাবছেন তো, সামান্য একটা কপ্টার বুক করতে কেন এত টাকার প্রয়োজন হয়। তাহলে শুনুন, এই টাকার মধ্যে থাকে হেলিকপ্টারের জ্বালানি , ক্যাপ্টেন সহ এসিট্যান্ট ক্যাপ্টেনের পরিষেবা মূল্য। প্রথমেই বুকিং করার সময় জানতে হয় কোথা থেকে কোথায় যাবে এবং কত সময় জন্য লাগবে সেই হিসাবে বুক করা হয় উড়ান। জানেন, দেশে হাতে গোনা কটি কোম্পানি আছে যারা প্রাইভেট হেলিকপ্টার বুকিং নেন । যেগুলি হল গ্লোবাল ভিকটা, পবনহাংস, এয়ার কিং চাটার প্রভৃতি। শুধু তাই নয়, যেখানে থেকে উড়ান উড়বে বা যেখানে নামবে সেখানকার হেলিপ্যাড যে ভাড়া নিচ্ছে তাকেই বানিয়ে দিতে হয়। প্রাথীরা যে টাকা হেলিকপ্টারের জন্য খরচ করবেন সেটা তার যে সর্বোচ্চ খরচ নির্ধারণ করা রয়েছে তার মধ্যে গণ্য হবে। অনেক সময়, হেলিকপ্টারের জন্য প্রতি ঘন্টায় লাগে দেড় লাখ টাকা। কোনও কোনও সময় তা পৌঁছে সাড়ে তিন লাখও হয়ে থাকে।।
দুই সপ্তাহের ব্যবধানে দুবার। বড়োসড় সামরিক মহড়া ভারতের। তাও আবার একই জায়গায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না, শেষ কবে...
Read more
Discussion about this post