আইপিএলে নিলাম থেকে কেএল রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ।ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই নিলামের টেবিলের রাহুলকে নিয়ে আগ্রহ দেখেছিলি আর সেই মতোই তাঁকে দলেও নিয়েছে তাঁরা । রাহুল কি আগামী আইপিএল মরসুমে দলের অধিনায়ক হতে চলেছেন। ফ্রাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল এবার পরিষ্কার করে দিলেন অধিনায়ক কে হবেন তা। আগামী আইপিএল মরসুমে রাহুল ছাড়াও দিল্লি দলে রয়েছে অক্ষর প্যাটেল ও ফাফ দুপ্লেসি। এই তিনজনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এ বিষয়ে একটু বেশি অভিজ্ঞ ফাফ। দেশের জার্সিতে অধিনায়কত্ব করেছেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন। দু-তিন মরসুম আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। রাহুলকে ১৪ কোটি দিয়ে দলে নিয়েছে দিল্লি অন্যদিকে ২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজি তে যোগ দেওয়ার পর থেকে দিল্লীর হয়ে খেলছেন অক্ষর এবার তাকে এবছর রিটেনেও করেছে দল। সম্প্রতি পার্থ জিন্দাল বলেছেন,” অক্ষর আমাদের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। গত মরশুমে ও সহঅধিনায়ক ছিল ।এছাড়াও বেশ কয়েকটি ম্যাচের নেতৃত্বভার সামলেছে। তাই অক্ষর অধিনায়ক হতেই পারে কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়ে বিষয়ে। এখনো অনেক সময় হাতে রয়েছে রাহুলের সঙ্গে আমরা মেসেজে কথা হয়েছে ।এখনো দেখা হয়নি ওর সঙ্গে। দেখা হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post