গত বছর থেকে আইপিএলে নতুন নিয়ম হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম । ম্যাচের মাঝখানে যেকোনো সময় একজন ক্রিকেটারকে বদলে ফেলতে পারে দুটি দল । কিন্তু এই নিয়ম নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মনে করা হচ্ছে এই নিয়মের ফলে বিপদে পড়তে পারে ভারতীয় ক্রিকেট দল । ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম যবে থেকে শুরু হয়েছে ,আইপিএল আর ১১ জনের খেলা নয় । প্রথম দলের শুধুমাত্র 11 জনকে বাছলেই চলবে না । 12 জন খেলোয়ারকে বেছে নিতে হবে । যেহেতু আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে টসের আগেই টিম ঘোষণা না করলেও চলবে, এই কারণেই অধিকাংশ দলই টস হওয়ার পর ব্যাটিং করবেন বা বোলিং করবেন তা জেনে নিয়ে তারপর তাদের 11 জনের দল ঘোষণা করছেন । খেলানোর নিয়মের ফলে অলরাউন্ডার নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে।। এতে ভারতীয় ক্রিকেট দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অনেকেই । নাম না বলে একজন প্রাক্তন ক্রিকেটার বলেছেন এর ফলে অনেক আহত ক্রিকেটারও আইপিএলে অংশগ্রহণ করছেন । অজিত আগারকারের ভারতীয় ক্রিকেট বোর্ড অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল ঘোষণা করবে । সে ক্ষেত্রে অলরাউন্ডার নিয়ে এক নতুন সমস্যা দেখা দিয়েছে । দিল্লি ক্যাপিটালস এর একটি ম্যাচে পরপর উইকেট পড়ে যাওয়ায় অভিষেক পোরেলকে ইমপ্যাক্ট হিসেবে নামানো হয়েছিল তিনি ১০ বলে ৩২ রান করেন। বুধবার দিন একটি ম্যাচে শাহরুখ খানকে নামানো হয় । কিন্তু তিনি অল্প রানে আউট হয়ে যান ফলে তার দলকে ডুবতে হয় । ইমপেক্ট প্লেয়ার খেলানোর জন্য অলরাউন্ডাররা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অনেকেই । শিবম দুবে একজন অলরাউন্ডার কিন্তু চেন্নাই তাকে ইমপেক্ট প্লেয়ার হিসেবে খেলানোর ফলে তিনি বল করতে পারছেন না । তাই তার বোলিং ফর্ম বোঝা যাচ্ছে না । ভারতীয় সিলেক্টরদের নজরে রয়েছেন শিবম দুবে । যেহেতু তিনি বল করছেন না তাই তাকে অলরাউন্ডার হিসেবে কিনে নেওয়ার জন্য চিন্তাভাবনা করতে হচ্ছে। । কেকেআরের রিঙ্কু সিং দুটি ম্যাচে ফিল্ডিং করেন নি চোট থাকায় । শুধুমাত্র ব্যাটিং করেছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে । রাহুল দেউতিয়াকে ফিনিশার হিসেবে ধরা হয়েছিল । তেউটিয়ি ভালো। স্পিন বল করতে পারে। কিন্তু ইমপেক্ট প্লেয়ার হওয়ায় তাকে আর বল করতে হচ্ছে না । রোহিত মনে করেন এই প্লেয়ার খেলানোর নিয়মটি ঠিক নয় ফলে ক্রিকেট আর ১১ জনের খেলা থাকছে না । অ্যাডাম গিলগিস্ট এই নিয়মের বিরোধিতা করেছেন। তার মতে এই নিয়ম দর্শকদের জন্য ক্রিকেটের জন্য ভালো নয় । এখন হামেশাই ২৫০ রানের বেশি তুলছে দলগুলো। আগে যেটা খুব কমই হত। এর ফলে দর্শকরা আনন্দ পাচ্ছেন ক্রিকেটের কোন লাভ হচ্ছে না। তবে এই নিয়মের সম্পর্ক অনেকে অনেক যুক্তি দিয়েছেন। এক কথায় বলা যায় যে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়মের ফলে অলরাউন্ডাররা বঞ্চিত হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় দল
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post