এই কলকাতাতেই তার প্রথম সবকিছু । ১৮ বছর বয়সে মোহনবাগানের জার্সিতে প্রথম ফুটবলের মূলস্রোতে অভিষেক। সাফল্যের শিখরে আরোহন। প্রথম প্রেম। আন্তর্জাতিক ফুটবলের বিদায় জানানোর জন্য প্রিয় কলকাতা কি বেছে নিলেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী। বৃহস্পতিবার সকালে কালো ব্যাকগ্রাউন্ডের সামনে সাদা টি-শার্টের সুনীল যখন নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন তখন মনে হতে বাধ্য সময় কিভাবে স্রোতের মতো বয়ে যায়। তাই ২২ বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে কত কত উত্থান পতন । দেশের হয়ে ৯৪ টা ম্যাচে ১৫০ গোল নানা ক্লাবের হয়ে আরো অনেক। সবচেয়ে বড় কথা বাইচুং ভুটিয়া পরবর্তী যুগে বা তিনি থাকার সময়ই তো ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু সুনীল ছেত্রীর পরে কে? অবসরের ঘোষণার দিনে এই প্রশ্নটাই আছড়ে পড়েছে সুনামি হয়ে । সত্যি বলতে সেরকম কোনো নামই খুঁজেই পাওয়া যাচ্ছে না । তাহলে কি আর ফিফা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ড, মেসির সঙ্গে ছবি দিয়ে সকলেই পোস্ট করে ‘এক লিজেন্ডের অবসর ‘।
পরিসংখ্যান বলছে দেশের হয়ে রোনাল্ডো ১২১ আল দাইয়ি১০৮ গোল মেসি ১০৬ এর পরই আছে সুনীল গ ৯৪গোল । ক্যাপ্টেনের আর্মব্যান্ড সুনীলের হাতে তুলে দিয়েছিলেন বাইচুং ভুটিয়া। বলেছিলেন ,ওর অবসর ভারতীয় ফুটবলের বড় ক্ষতি। সেই আর্মব্যান্ডকে কিভাবে যত্ন করে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয় তা দেখিয়ে দিয়েছেন সুনীল । এখন সুনীলের আর্ম ব্যাণ্ড নিয়ে ছুটবে কে? একটা সময় জে জে কে বলা হতো সুনীলের ভবিষ্যৎ। তিনি আজ হারিয়ে গেছেন কোথায়। আর এখন মনবীর সিং ,ছাংতে, বিক্রম প্রতাপ, আপুইয়া ,খুব কষ্ট করে যে কোন নামকেই সুনীলের ধারে কাছে আনার যাচ্ছে না । উত্তরটা স্পষ্ট নয় AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছেও। ৬ই জুনের পর ভারতীয় ফুটবলের ইতিহাস হয়ে যাবে। সবুজ ঘেরা ময়দান খুঁজে বেড়াবে লাজুক মিষ্টি চেহারা ছেলেকে । যার পরে পরে আবার তৈরি হবে নতুন কোন ইতিহাস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post