রোডের ক্রসিং তুলে নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ, স্কুল ছাত্রদের নিয়ে বিক্ষোভে স্থানীয়রা। রোডের ক্রসিং তুলে নেওয়ায় চরম দুর্ভোগে কয়েকশো চাষী সহ স্কুল পড়ুয়া ও অন্যান্য মানুষজন। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ পোয় একঘন্টা অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
পুরাতন মালদার কালুয়াদিঘী ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার করার ক্রসিং এর ব্যবস্থা ছিল। অজ্ঞাত কারনে জাতীয় সড়কের দপ্তর সেটি বন্ধ করে দেয় ক্রসিং ব্যবস্থা। ফলে বিপাকে পড়েন স্থানীয় চাষী থেকে স্কুল ছাত্র ও অন্যান্য মানুষজনেরা। সংশ্লিষ্ট এলাকায় রয়েছেন কয়েকশো চাষী, স্কুল পড়ুয়া সকলেই নিয়মিত জাতীয় সড়ক পাড়াপাড় করেন এই ক্রসিং দিয়ে। এই একটি মাত্র মাধ্যম ছিল তা এখন বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সরকারী বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। টানা ৪০ মিনিট ধরে অবরোধ অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং পুলিশি হস্তক্ষেপে এবং জাতীয় সড়ক দপ্তর পেট্রোলিন টিম এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।। এদিকে জাতীয় সড়ক দপ্তরের পেট্রোলিং টিমকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বিক্ষোভরত স্থানীয়রা জানায়, অজ্ঞাত কারনে জাতীয় সড়কের দপ্তর সেটি বন্ধ করে দেয় ক্রসিং ব্যবস্থা। ফলে বিপাকে পড়েন স্থানীয় চাষী থেকে স্কুল ছাত্র ও অন্যান্য মানুষজনেরা। সরকারী বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তাদের।
জাতীয় সরকারের পেট্রোল টিমের আধিকারী চন্ডী রাই বলেন, স্থানীয় লোকেরা আমাদেরকে জানিয়েছেন সাধারন মানুষের যাতে যাতায়াত সমস্যার দূর হয় তার সমাধান করা হবে দ্রুত।
এমনিতেই উত্তপ্ত সীমান্ত। সদ্য ২৬ জনের মৃত্যু তে একদিকে যেমন গোটা দেশজুড়ে শোকের ছায়া, তেমনই ক্ষোভ বেড়েছে ভারতীয়দের মনে। এরমধ্যেই...
Read more
Discussion about this post