রাস্তায় আঁকা হয়েছে মহাত্মা গান্ধির ছবি, আর সেই ছবি মাড়িয়ে যাচ্ছেন পথচলতি মানুষ। বাপুজির ছবির উপর দিয়ে যাচ্ছে গাড়ি, বাইকও। অষ্টাদশতম সাধারণ নির্বাচনে যেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশের মানুষ, সেই আবহে অবমাননার শিকার হলেন জাতির জনক! খোদ মহকুমা প্রশাসনের বিরুদ্ধে মহাত্মা গান্ধিকে অবমাননার অভিযোগ উঠল।মানুষকে ভোটমুখী করে তুলতে বিভিন্ন প্রচার কর্মসূচি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। অনলাইনে, সংবাদপত্রে, কিংবা টিভিতে বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার টাঙিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষকে আবেদন জানানো হচ্ছে। অষ্টাদশতম সাধারণ নির্বাচনের মাঝে এবার কমিশনের প্রচারে মহাত্মা গান্ধিকে অবমাননার অভিযোগ উঠল। খোদ মহকুমা প্রশাসনের বিরুদ্ধে জাতির জনককে অবমাননার অভিযোগ ঘিরে শোরগোল আরামবাগে। ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের তরফে একটি আল্পনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে জাতির জনকের ছবি আঁকা হয়েছে। মহাত্মা গান্ধির ছবির উপর দিয়ে যাচ্ছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে নিন্দায় সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষ। বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায় আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্যরাও।
যদিও রাস্তায় আঁকা মহাত্মা গান্ধির ছবি নিয়ে মুখ খোলেননি আরামবাগ মহকুমা প্রশাসনের কোনও আধিকারিক। সাংবাদিকরা জানতে চাইলেও বিষটি এড়িয়ে যান তাঁরা। তবে বেশ কিছুক্ষণ পর মহকুমা শাসকের দফতরের তরফে এক কর্মী এসে রাস্তার উপর আঁকা বাপুজির ছবিটি সাদা রঙ দিয়ে মুছে দেন। রাস্তায় গান্ধির ছবি আঁকার বিষয়ে প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন আরামবাগের লেখক শিল্পীরা।
Discussion about this post