নামেই পিচের রাস্তা। কিন্তু নিত্য যান চলাচলে উঠেছে পিচের প্রলেপ। রাস্তার মাঝে বড় বড় গর্ত, বর্ষার সামান্য বৃষ্টিতেই জল জমে একাকার অবস্থা হয়ে ওঠে । কঙ্কালসার চেহারার মাঝেই এলাকায় চলছিল পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ। কাজ শেষ হয়ে গেলেও জরাজীর্ণ রাস্তার মাঝে রয়েই গেছে ছোট বড় গর্ত। এ ছবি দঃ ২৪ পরগণার চট্টা কালিকাপুর রোডের। কঙ্কালসার রাস্তায় নিত্যদিন লেগেই দূর্ঘটনা। অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার প্রশাসনে জানিয়েও মেলেনি কোনও সমাধান। অবশেষে বুধবার সকালে চট্টা পাঁচ মসজিতের রাস্তায় বাঁশ বেঁধে ও ইট ফেলে অবরোধ স্থানীয়দের। পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ চট্টা কালিকাপুর রোডে বন্ধ থাকে যান চলাচল। ফলে ব্যাক যানজটের সৃষ্টি হয় এলাকায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিতলা আশুতি থানার বড়বাবু সহ পুলিশকর্মীরা। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথোপকথনের পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ফলে এদিনের ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এলাকায়।
Discussion about this post