কখনও জল তো কখনও রাস্তা। বাংলার মানুষের এই যন্ত্রণা নিত্য দিনের। কিন্তু তবুও নিরব রাজ্যের প্রশাসন। ভোট এলেই মিলছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। আর ভোট মিটলেই হয়না প্রতিশ্রুতি পূরণ। স্থানীয়দের এ অভিযোগ এক বার নয়, প্রকাশ্যে এসেছে বারংবার। ফের জল সংকটের সম্মুখীন এলাকাবাসীরা। অভিযোগ এলাকায় পানীয় জলের পাইপ লাইন থাকলেও তা জল শূণ্য। দীর্ঘ চার বছর ধরে এমনই সমস্যা মালদার হরিশচন্দ্রপুরের রাড়িয়াল এলাকায়। এলাকায় পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে স্থানীয়দের। ফলে পেটের সমস্যায় ভুগতে হচ্ছে আম জনতাকে। পরিশুদ্ধ পানীয় জল আনতে যেতে হয় বেশ কিছুটা পথ। স্থানীয় সূত্রে খবর, ৩১ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ হয়ে যায় এলাকায়। এলাকায় জল সরবরাহের জন্য অন্য জায়গা থেকে জল দেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবাদে বুধবার সকালে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে কলসি, বালতি নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। শুধু বিক্ষোভই নয়, এলাকায় জলের পাইপ লাইন বসানোর কাজ বন্ধও করে দেন বিক্ষোভকারীরা।।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post