মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? এই এপ্রিলেই কি বেরোতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট? রেজাল্ট বেরোনোর আগেই পাঁচ দফা নির্দেশ দিল পর্যদ। পূনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা।
সোমবার মধ্যশিক্ষা পর্যদ শিক্ষকদের পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষ দিন ধার্ষ করে দেয়। পরীক্ষার্থীদের নম্বর ফের সংশোধন করার সুযোগ দিল মধ্যশিক্ষা পর্যদ। আগামী ১৬ই এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আর সেই দিন সকাল ৬টা থেকে ১৮ই এপ্রিল দুপুর ২টো পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়েছে পর্যদের তরফে। যাতে ত্রুটিমুক্ত ফলাফল বের করতে পারে। একাধিক পরীক্ষার্থীর নম্বরে কিছু হেরফের রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়েছে। তাই অনলাইনে নম্বর পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দেয়।
যে যে পরীক্ষার্থীর নম্বর নিয়ে মূলত অভিযোগ রয়েছে, সেই সমস্ত পরীক্ষার্থীর উত্তরপত্রগুলি ফেল মূল্যায়ন করা হবে। যাতে কোনওরকম ভুল না হয় পর্যদের তরফে। পাশাপাশি যদি জানা যায়, যে কোনও পরীক্ষার্থীর উত্তরপত্র এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তাহলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষক প্রয়োজনীয় নম্বর খাতায় দেবে। আর এই নম্বর অনলাইনে দিতে হবে। আর এই জন্য পাঁচ দফা নির্দেশ দিল পর্যদ।
মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। এবার শুধু অপেক্ষা ফলাফল ঘোষণার। গতবছর মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছিল ১৯শে মে। মধ্যশিক্ষা পর্যদ সূত্রে খবর, এবার লোকসভা ভোট চলাকালীনই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। সম্ববত ২০শে এপ্রিল বেরোতে পারে রেজাল্ট অথবা এপ্রিলের শেষের দিকে। wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in – এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকেই জানা যাবে রেজাল্ট।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post