৩০ বছরের বিবাহিত জীবনে হয়নি সন্তান। বাধ্য হয়ে পরিকল্পনা করেছেন টেস্ট টিউব বেবি নেওয়ার। কিন্তু সেখানেও বাধ সাধছে বয়স।গত কয়েক বছরে টেস্টটিউব বেবি বা IVF পদ্ধতিতে সন্তান লাভের প্রক্রিয়া দারুণভাবে জনপ্রিয় হয়েছে। এক কথায় বলতে গেলে নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে বিজ্ঞানের এ এক যুগান্তকারী আবিষ্কার। সম্প্রতি কলকাতা শহরের এক নিঃসন্তান দম্পতি আইভিএফ পদ্ধতিতে টেস্ট টিউব বেবি চেয়ে একটি ক্লিনিকে গিয়েছিলেন। তবে টেস্টটিউব বেবি পাওয়ার ক্ষেত্রে স্বামীর বয়স বাধা হয়ে দাঁড়ায়। বেঁকে বসে স্বাস্থ্য ভবনও। বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দম্পতি। নিয়ম অনুযায়ী টেস্ট টিউব বেবি নিতে গেলে একজন পুরুষের বয়স সর্বোচ্চ হতে হয় ৫৫ বছর ও সর্বনিম্ন ২১ বছর। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হয় ৫০ বছর। তবে এক্ষেত্রে টেস্ট টিউব বেবি চেয়ে যে আবেদনকারী স্বামীর বয়স ৫৮ বছর। তবে এবার হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে হবে। ৫৮ বছরের নি:সন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিয়ে সাফ জানাল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সিনহা দম্পতির উদ্দেশে জানতে চান, এই বয়সে এসে সন্তানের দায়িত্ব কীভাবে তাঁরা নিতে পারবেন? উত্তরে দম্পতির আইনজীবী জানান, তাঁর মক্কেল আর্থিকভাবে সমর্থ। সন্তান মানুষ করার ক্ষেত্রে যা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে তাঁরা মানসিকভাবে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। পুরুষের বয়স বেশি হলেও এক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post