আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগে নভি মুম্বই, পানভেল ও শিবাজি পার্কের বিভিন্ন জনসভায় বারংবার কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন মোদী। বক্তৃতাগুলি খতিয়ে দেখে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কংগ্রেস। সম্প্রতি মহারাষ্ট্রের ভোটপ্রচারে গিয়ে মোদিকে বলতে শোনা যায়, “গত ১০ বছর ধরে একজন ওবিসি প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। সেটাই কংগ্রেস সহ্য করতে পারছে না।” দুর্নীতি ইস্যুতেও কংগ্রেসকে বিঁধেছেন মোদি। তাঁর দাবি ছিল, “যেখানে কংগ্রেস সরকার গঠিত হয়, সেই রাজ্য কংগ্রেস রাজপরিবারের এটিএম হয়ে যায়। আজকাল হিমাচল, তেলঙ্গানা এবং কর্নাটকের মতো রাজ্যগুলি কংগ্রেসের রাজপরিবারের এটিএম হয়ে উঠেছে।” এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। জয়রামের দাবি, মোদী বিজেপির নির্বাচনী প্রচারে বলেছেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের উন্নতির বিরোধিতা করেছিলেন। একইসঙ্গে, মোদী কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলেও মিথ্যা অভিযোগ করেছেন।
ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র্যাপিডো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মিলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাশ্রয়ী এয়ারপোর্ট ক্যাব...
Read more
Discussion about this post