প্রবল বৃষ্টির সঙ্গে দোসর ভূমি ধস। পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ধস নেমেছে মিরিকে। ক্ষতিগ্রস্ত ধরবো এলাকার একটি বাড়ি। এলাকার মানুষকে সতর্ক করেছে প্রশাসন। টানা বৃষ্টির কারণে আবারও ক্ষতিগ্রস্ত মিরিকের থরবো এলাকা। ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি। মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের সেখান থেকে অন্য জায়গায় সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার অন্যান্য পরিবার গুলকে সতর্ক থাকার পরামর্শ প্রশাসন। উত্তরে তিস্তাবঙ্গে বৃষ্টি আরো বেড়ে চলেছে। সেই দিকে নজর রেখেই এলাকার মানুষকে সচেতন করেছে মিরিক প্রশাসন। শুক্রবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ছে। মাঝারি থেকে বারিধরণের বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং, মিরিক, কালিংপং, কার্শিয়াং সহ সিকিমের বিভিন্ন পার্বত্য এলাকায়। ইতিমধ্যেই সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কিছু জায়গায় ধসের কারণে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ: জলপাইগুড়িতে ১১০.৪০ মিলিমিটার, কুচবিহারে ৬২.৪০ মিলিমিটার, শিলিগুড়িতে ৭২.০০ মিলিমিটার, মালবাজারে ৪৪.২০ মিলিমিটার, হাসিমারায় ১০৩.৬০ মিলিমিটার, বানারহাটে ৫১.০০ মিলিমিটার, মাথাভাঙ্গায় ১০৯.৪০ মিলিমিটার, তুফানগঙ্গে ৫০.২০ মিলিমিটার, ময়নাগুড়িতে ৪৫.০০ মিলিমিটার।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post