প্রযুক্তিগত সমস্যার জন্য হিলি সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি। হিলি স্থলবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি পোর্টালে ট্রাক খালাসের স্লট না পাওয়ায় মঙ্গলবার দিনভর বাংলাদেশে গিয়েছে মাত্র ২টি ট্রাক। এর ফলে ভারতের প্রায় ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ওদিকে বরাতে অগ্রিম টাকা দিয়ে বিপদে পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও। হিলি স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। সেদিন ১৬০টি ট্রাক সীমান্ত পার করেছে। সোমবার থেকে সমস্যা শুরু হয় সোমবার মাত্র ৪৩টি ট্রাক সীমান্ত পার করতে পারে। কিছু দিন আগে পর্যন্ত, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সুবিধা পোর্টালে পণ্য তথ্য দিয়ে স্লট বুকিং করে বাংলাদেশে রপ্তানি করতে ছাড় পায় ব্যবসায়ীরা। তারজন্য ওই পোর্টালে মোটা অঙ্কের রাজস্ব জমা করতে হয় ব্যবসায়ীদের। রবিবার সকালে আচমকাই ওই পোর্টালে আলু পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দেয় রাজ্য সরকার। তারপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। ওই ঘটনার জেরে হিলি স্থলবন্দরে আলু পেঁয়াজের ১৬০টি লরি রপ্তানির অপেক্ষায় থমকে যায়। মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা বাধ্য হয়ে আলু পেঁয়াজ রপ্তানি শুরু করে। কিন্তু ওই বন্দরে লরি পৌঁছাতেই গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকায় সুবিধা পোর্টালের কর্তব্যরত পুলিশকর্মী। ঘটনায় স্থলবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই বিহার ও ঝাড়খণ্ড সীমানায় আলু বোঝাই ট্রাক আটকে দেওয়া হয়। এবার রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশে আলু–পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল। আচমকা কোনও নোটিশ না দিয়েই অনলাইন সুবিধা পোর্টাল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বন্ধ আলু–পেঁয়াজ রপ্তানি। যার জেরে বিগত দু’দিন ধরে বাংলাদেশ যাওয়ার পথে আলু–পেঁয়াজ বোঝাই ১৫০টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রপ্তানিকারিকরা। পাশাপাশি সরকারের রাজস্বেরও প্রচুর ক্ষতি হচ্ছে। বস্তাবন্দি অবস্থায় থাকার কারণে আলু–পেঁয়াজের পচনের আশঙ্কা দেখা দিয়েছে। এবার এই আবহেই ভারতের সঙ্গে সচিবস্তরে বৈঠক করতে চায় বাংলাদেশ। মাস তিনেক আগে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে তুলে ধরত ভারত। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জট লেগে যায়। এ জট খোলার চেষ্টার সূচনা হিসেবে সম্প্রতি সংক্ষিপ্ত আলাপ হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। এরপর এবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি তার সফরটি হতে পারে। এখন সফরের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পক্ষে কথা হচ্ছে।পররাষ্ট্রসচিব পর্যায়ে দুই দেশের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রির ঢাকা সফরটি অনেকটা নিয়মিত ব্যাপার হলেও বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতিতে তার সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।
দেশে এবং বিদেশে বিরাট রোহিতরা টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর থেকেই, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বার বার বলে আসছিলেন যে, এই...
Read more
Discussion about this post