হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বাঙালির আবেগের পুজো দুর্গাপুজো বাংলা সংস্কৃতের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রত্যেকবছর বাংলার সংস্কৃতিতে দিন দিন বৈচিত্রপূর্ণ ও বর্ণময় করে তুলছে এই শারদোৎসব। হাতে মাত্র কয়েকটা দিন। তার পরেই চলতি বছরের দুর্গাপুজো। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, অন্যান্য জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রবর্তন করে চলেছেন। এই বছরও তার ব্যতিক্রম হবে না। শহর কলকাতার বিভিন্ন পুজো কমিটিকে যে বিভাগগুলি দ্বারা নির্বাচিত করে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে সেগুলি হল: সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিংএবং সেরার সেরা। পাশাপাশি কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে যে-সকল বিষয়ে এই শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে সেগুলি হল-সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। জেলার নির্বাচিত পুজো কমিটির নামও মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে। এমনটাই জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে। বিদেশের পুজোগুলি যেহেতু সাধারণত নিয়ম মেনে করা হয় না, তাই তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরের পুজোগুলি অনলাইনে আবেদনের ভিত্তিতে সম্মান দেওয়া হবে। আবেদনপত্র পাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি। অফলাইনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা-মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তর থেকে একই সময়কালে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে। কলকাতায় দুর্গাপুজো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যার পোশাকি নাম রেড রোড কার্নিভ্যাল আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বই প্রেমীদের জন্য দুঃসংবাদ। ২৮ বছর পর কলকাতা বইমেলায় নাও থাকতে পারে বাংলাদেশের প্যাভিলিয়ন। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে এবার। কারণ...
Read more
Discussion about this post