রোজই প্রায় বহু যাত্রী ভ্রমণে যেতে ট্রেনকেই বেছে নেন। কেউ বাসে তো কেউ আবার আকাশ পথে। তবে কমফোটেবিল জার্নি কে না চায় বলুন। তাই অধিকাংশ যাত্রীই ভ্রমণের জন্য পছন্দের তালিকায় রাখেন ট্রেনকে। লোকাল হোক কিংবা দুরপাল্লার ট্রেন, অধিকাংশ যাত্রী ট্রেন সফরকেই বেছে নেন। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এই মুহূর্তে যে কটি ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম ও নজর কারা ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক ফিচার ও দ্রুত গতি সম্পন্ন ট্রেন অনেক কম সময়ের মধ্যেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। তবে বলে রাখি, আগামী ১০ই জুন থেকে রেলের নতুন সময় সূচি অনুযায়ী চলবে বন্দে ভারত এক্সপ্রেস। দক্ষিণ – পূর্বে রেলের তরফে জানানো হয়েছে ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারতের সময় পরিবর্তন হতে চলেছে। সফরের আগেই জেনে নিন বন্দে ভারত এক্সপ্রেসের নয়া সময়সূচি। রেল সূত্রে খবর, নয়া সময় সূচি অনুযায়ী হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে নির্ধারত সময় থেকে প্রায় ঘন্টাখানেক আগে। যার ফলে গন্তব্যতেও পৌঁছাবে এক ঘন্টা আগেই। অর্থাৎ ১০ ই জুন থেকে হাওড়া – রাঁচি বন্দে ভারত ছাড়বে দুপুর ২টো ৩৫ মিনিটে। যেটি খড়্গপুরে পৌঁছাবে বিকেল ৪টে ৮ মিনিটে। টাটানগর পৌঁছাবে ৫টা ৫ মিনিটে, চান্দিল পৌঁছাবে ৬ টা ৪০ মিনিটে। এরপর বন্দে ভারত পুরুলিয়া পৌঁছাবে সন্ধ্যে ৭ টা ২৩ মিনিটে।
প্রসঙ্গত, আগে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়তো বিকেল ৩টে ৪৫ মিনিটে। যা রাঁচি পৌঁছাতে সময় লাগত রাত প্রায় ১০ টা ৫০ এর কাছাকাছি। তবে নয়া সময়ে ট্রেন চললে হাওড়া থেকে রাঁচির উদ্দেশ্যে রওয়া হওয়া ট্রেন গন্তব্যে রাত ১০টার মধ্যেই পৌঁছবে বলে মনে করছে যাত্রীদের একাংশ।
Discussion about this post