বিমান বন্দরে ঢুকতেই সজোরে চর খেলেন কঙ্গনা রানাওয়াত।প্রতিশোধ নিতেই নাকি এই চর মেরেছেন এক মহিলা সিআইএসএফ জওয়ান।লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তারকা প্রার্থী।হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।জেতার পর দলের বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছিলেন তিনি।দুপুর সাড়ে ৩টে নাগাদ চণ্ডীগঢ় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরতে যান।আর বিমান বিন্দরে চেকিং এর সময় আচমকাই কঙ্গনাকে চর কশান ঐ মহিলা জওয়ান।রীতিমত হকচকিয়ে যান কঙ্গনা।কেন হঠাৎ চর কশালেন জওয়ান!এই ঘটনার পর কঙ্গনার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীগঢ় বিমানবন্দরে।রাজনীতি হোক বা সিনে আড্ডা বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা।নানান মন্তব্যের জেরে প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি।এবার নিজের করা মন্তব্যের জন্যই চর খেতে হল তাকে।
বিমান বন্দরে চেকিং করতে গিয়ে CISF-এর এক মহিলা জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ। জানা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় অভিযুক্ত মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর।তিনি কঙ্গনার এক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন।
দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। তারই প্রতিশোধ নিতে এদিন চর কষিয়েছিলেন।
বিজেপি সাংসদকে চর মারার অপরাধে তাকে আটক করা হয়েছে।
Discussion about this post