কলকাতাকে শাহরুখ খুব ভালোবাসেন।কলকাতা নাইট রাইডারের কর্ণধার তিনি।কলকাতা তার কাছে এক অন্য আবেগ।শহর কলকাতায় এসে একটি বিশেষ কাজ করেছিলেন কিং খান।জার জন্য টাকা ধার করতে হয়েছিল অভিনেতাকে।শাহরুখের মনে শহর কলকাতা কতটা জায়গা জুড়ে আছে এটাতেই প্রমাণিত।বারবার তার মুখে শোনা গেসে তিলোত্তমার প্রসঙ্গ।খুব ছোটবেলাতে কলকাতায় এসেছিলেন অভিনেতা।কলকাতা মনে ধরেছিল শাহরুখের।কলকাতার রাস্তা,স্থাপত্য, পরিবেশ সবটাই নজর কেড়েছিল তার।তখন থেকেই তিলোত্তমার প্রেমে পড়েছিলেন শাহরুখ।
কলকাতায় এসে একটি স্বপ্ন দেখেছিলেন শাহরুখ।আর সেই স্বপ্ন পূরণ করতে টাকা ধার করেছিলেন তিনি।সেই সময় তার অর্থিক পরিস্থিতি অতটা সচ্ছল নয়।তাই স্বপ্ন পূরণ করতে মায়ের কাছে ধার করেছিলেন অভিনেতা। কলকাতায় এসে একটি শর্ট ফিল্ম করার স্বপ্ন দেখেছিলেন শাহরুখ।কিন্ত তার কাছে কোনো ক্যামেরা ছিল না।সামর্থ ছিল না নতুন ক্যামেরা কেনার।অগত্যা,মায়ের কাছে হাত পাততে হয় শাহরুখকে।মায়ের থেকে টাকা নিয়ে ক্যামেরা কেনেন শাহরুখ।
ক্যামেরা দিয়ে ছবি করেন শাহরুখ।ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন তার প্রফেসরেরা।শাহরুখ বারবার কলকাতায় আসতে চাইতেন।কলকাতার সংস্কৃতি তাকে টানে।আজ তিনি ক্রিকেট ফ্রাঞ্চাইসি কেকেআর এর মালিক।কলকাতার ইডেনে কেকেআর এর ম্যাচ দেখতে আসেন তিনি।এখন তার অপেক্ষায় থাকে কলকাতায় থাকা তার ভক্তরা।গ্যালারি থেকে হাত নারেন,উড়ন্ত চুমু দেন দর্শকদের।শাহরুখ কলকাতাকে যতটা আপন করে নিয়েছে।কলকাতাবাসী ও শাহরুখকে ততটাই ভালোবাসা দিয়েছে।
Discussion about this post