সারজিস, হাসনাতরা রাজনীতি করছেন ঠিকই তবে বাস্তবতা বুঝছেন কি? মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকাতে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। এরপর কি তারা ভয় পেয়ে গেলেন? টেনশনে পড়ে গেলেন? নাকি তারা যে হুমকি হুঁশিয়ারি দিলেন, তার পিছনের রাজনৈতিক আদর্শ রয়েছে? উঠছে প্রশ্ন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারজিস, হাসনাতরা যে রাজনৈতিক দলটি করছেন, তাদের সেরকম কোনও আদর্শ নেই। আওয়ামী লীগের বিরোধিতা করাই তাদের রাজনৈতিক আদর্শতা। আসলে মঙ্গলবার ঢাকাতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের একটা বড় মিছিল। মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যাও বেশ চোখে পড়ার মতো। অর্থাৎ বোঝা যাচ্ছে দেশের অন্তরে এই দলটি সক্রিয় হচ্ছে। মানুষ ভরসা করতে শুরু করেছে ফের। সেই নিয়ে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। যেটা অনেকেই হাস্যকর করে উল্লেখ করছেন। তিনি বলছেন, যবে থেকে আমাদের আওয়ামী লীগের অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বল শুরু করেছি, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইসের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি। অতি শিঘ্রই আওয়ামী লীগ নিতে সিদ্ধান্তে আসুন। নাহলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি। আর এটা শুরু করলে আপনার নিতে পারবেন না। সাবধান হয়ে যান। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার তার বিবৃতির মাধ্যমে কাকে সাবধান করলেন? উঠে আসছে প্রশ্ন। অনেকে বলছেন, বিপুল মানুষের সমর্থনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদের যে রাজনৈতিক আদর্শ ছিল, সেটাই সর্বনাশ দেখে এনেছিল। এই ছাত্র নেতারাও সেই পথে হাঁটছে বলে মনে হচ্ছে না? জুলাই কোন অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে পর রাজনৈতিক ওয়াকিবহুল মহল বলেছিল, ছাত্র নেতাদের কার্যকলাপ বাংলাদেশের ফের প্রবেশ করাবে হাসিনার দলকে। আর সেটাই প্রায়ই হতে চলল। এমন কি কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের বিরোধিতা করা একমাত্র পুঁজি শুধু তাই নয়, আওয়ামী লীগ যা যা করে গেছে, সেগুলি পুনরাবৃত্তি করে রাজনীতি করছে ছাত্রনেতারা। ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দলের কেউ বিরোধিতা করলে, তাদের ফ্যাসিবাদী বলা হচ্ছে। যেটা অনেকেই আওয়ামী লীগের সঙ্গে মিল পাচ্ছেন।
ওয়াকিবহাল মহল বলছে,
হাসনাত আব্দুল্লাহরা আসলে চাইছে, আওয়ামী লীগ বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যাক। তাদের উৎখাত করতে গিয়ে বিভিন্ন বেফাঁস মন্তব্য করে বসছেন ছাত্রনেতারা। কাজেই আওয়ামী লীগকে বাধা দিলে তারা আরো বেশি শক্তিশালী হবে। যেমনটা শেখ হাসিনার জমানায় বিএনপিকে প্রায় বহু বছর ধরে বিতাড়িত করার চেষ্টা করলেও তারা আরো শক্তিশালী হয়েছে। এখন দেখার, এই রাজনীতিটা বুঝতে পারেন কিনা হাসনাত, সারজিসরা!
Discussion about this post