প্রথম ছবিতে অভিনয় করে পাঁচ হাজার টাকা পরিশ্রমিক পেয়েছিলেন।আজ সে সফল প্রযোজক।অভিনয়ের কেরিয়ারে চড়াই উৎরাই সামলে শুধু টিকেই থাকেননি।নিজেকে অনেকটা ভেঙেছে অঙ্কুশ।বর্ধমানের ছেলে অঙ্কুশ হাজরা।বর্তমানে টলিউডের অন্যতম পরিচিত মুখ।সদ্য মুক্তি পেয়েছে অঙ্কুশের প্রযোজনায় ‘মির্জা’।কিন্তু অভিনয়ের জগতে পা রাখার সময় অনেকটা পরিশ্রম করতে হয়েছে তাকে।অনেক সমালোচনার পর ও নিজের লক্ষ্যে অনড় ছিল বর্ধমানের ভূমিপুত্র।বাংলা ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবি দিয়েছে অঙ্কুশ।বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিক ছবি করতে দেখা গেছে তাকে।শ্রাবন্তী,মিমি,নুসরাত সহ অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি।শুন্য থেকে শুরু করেছিলেন আজ নিজের প্রযোজনায় ছবি নিয়ে এসেছে অঙ্কুশ।অঙ্কুশ বলেছিল যেদিন নিজের প্রযোজনায় ছবি নিয়ে আসবেন সেদিন দর্শকদের ঘুম উড়ে যাবে।প্রথম ছবি কেল্লাফতে তে কাজ করে পাঁচ হাজার টাকা পরিশ্রমিক পেয়েছিল অঙ্কুশ।আর আজ সে প্রযোজক।পরিশ্রম ও সততাই হল সাফল্যের চাবিকাঠি।গত 10 ই এপ্রিল মুক্তি পেয়েছে মির্জা।মির্জা ছবিতে অঙ্কুশের নায়িকা তার প্রেমিকা ঐন্দ্রিলা।ট্রেলার রিলিসের পর থেকে ই সারা ফেলে দিয়েছিল দর্শক মহলে।ছবির গান গুলিও বেশ হিট হয়।আজ অঙ্কুশ প্রতিষ্ঠিত অভিনেতা।আর তার পাশাপাশি একজন সফল প্রযোজক ও।
কে এল রাহুল এবং আথিয়া শেট্টির সংসারে নতুন অতিথি। বহু জল্পনা তৈরি হয়েছিল সমাজমাধ্যমে। শুক্রবার এই খবর নিজেরাই জানালেন। গত...
Read more
Discussion about this post