বাইরে বেরোলেই চাঁদিফাটা রোদ্দুরে একেবারে হাঁসফাঁস অবস্থা। ঘেমে নেয়ে একসার হয়ে বাড়ি ফিরেই রোদে তপ্ত শরীরকে ঠান্ডা করতে আমরা কখনও ঘরে থাকা এয়ারকন্ডিশনারের সাহায্য নিয়ে থাকি আবার কখনও পাখার নিচে বসে নিজেকে স্বস্তি করি। রোদের তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে দিনভর এসি, কুলার বা পাখা চালিয়ে রাখি আমরা। তার ফলে হুহু করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। তবে জানেন কি, দিনরাত এসি চালালেও আসবে না বাড়তি বিল। অবাক হলেন তাই না। ঠিকই শুনেছেন, রাত দিন এসি চালালেও ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন আপনি। কিভাবেই বা বিদ্যুৎতের বিল কম আসবে বলুন তো ?
সম্প্রতি নামি এক কোম্পানি এমনই একটি এসি মার্কেটে এনেছে, তার রিমোর্টের মধ্যে রয়েছে এমন একটি মোড, যা ওন করলেই সহজেই কমবে আপনার বিদ্যুতের বিল।
এমনকি এই এসির জন্য দিনে কত টাকা পড়বে তাও আপনি দেখতে পাবেন একটি ফিচারের মাধ্যমে। দুর্দান্ত নকশার এই এ.আই ডুয়েল ইনভার্টার এ.সি পাওয়া যাচ্ছে আর্ট কুল রেঞ্জে। এই এসির মধ্যে রয়েছে এমন একটি এনার্জি ম্যানেজার ফিচার, যা আপনাকে বলে দেবে আপনি দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন। একইসঙ্গে দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করবেন তাও ঠিক করতে পারবেন আপনি। পাশাপাশি এই মডেলে রয়েছে হিম ক্লিন ফিচারও। যা এসি মেশিনের ভেতরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। কিভাবে? প্রথমে এসি পাইপকে ঠান্ডায় জমিয়ে দেয়। তারপর সেই বরফ গলে গিয়ে, পাইপের ভেতর জমে থাকা ময়লা বের করে আনে। এতে আছে, গোল্ড ফিন কোটিং। যা এসিকে আর্দ্রতা থেকে রক্ষা করে, এবং মরিচা পড়ার থেকেও বাঁচায়। গ্রাহকদের জন্য কোম্পানি এই এসির দাম রেখেছে ৩৫ থেকে ৬০ হাজার টাকা। এমনকি গ্রাহকদের জন্য মিলবে ৭৭ টা মডেল। কিন্তু মডেলে আপনি পেয়ে যাবেন মাত্র দুটি রং।
চলতি বছর, গরমের মাত্রা এতটাই ছাড়িয়েছে যে বিপুল পরিমাণে এ.সি বিক্রি হচ্ছে দোকানগুলিতে। তাই আর দেরি না করে, আজই ঘরে আনুন এসি। সেই সঙ্গে ঘরকেও ঠান্ডা রাখুন আর বিদ্যুতের বিলকেও রাখুন আপনার আয়ত্তের মধ্যে।।
ব্যুরো রিপোর্ট..
আবার নতুন করে বিপাকের আশঙ্কা! কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে কোটি কোটি মোবাইল ইউজারদের। আগামী নভেম্বর মাস থেকেই ব্যাঙ্ক ওটিপি...
Read more
Discussion about this post