ভোটের ময়দানে শাসক বনাম বিরোধী লড়াই দেখেছে বঙ্গবাসী। সৌজন্যের রাজনীতি গত এক দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় বিরল। কিন্তু আবারও সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গবাসী। যদিও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা মাঝে মধ্যেই পারস্পরিক সৌজন্যের নজির রাখেন।
এবার আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়ে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বাড়িতে গেলেন। পা ছুঁয়ে চাইলেন আশীর্বাদ।যেমন, কিছুদিন আগেই রাজনৈতিক হিংসায় জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যান দিলীপ ঘোষ ।বর্ধমান মেডিক্যাল হাসপাতালে গিয়ে জখম ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি । তাঁর পাশে থাকার আশ্বাসও দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভায় এসে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করেছিলেন অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, আমার অনেক বন্ধু-বান্ধব আছে বিজেপিতে। তাদের মধ্যে অন্যতম সুকান্তদা। আমার প্রিয় মানুষ সুকান্তদাকে শুভেচ্ছা। ভোটে হারা-জেতা রয়েছে। দেবের মুখে সুকান্তর এই প্রশংসার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এবার আরামবাগ লোকসভার আরও এক সৌজন্যের নজির তৃণমূল প্রার্থী মিতালি বাগ। নিৰ্বাচনী প্রচারে বেরিয়ে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বাড়িতে যান , পা ছুঁয়ে প্রণামের সাথে আশীর্বাদও চান । এর আগে নিত্যনতুন চমকও দিয়েছেন তিনি । কখনও তিনি চপ ভেজেছেন ,কখনও আবার রান্না করেছেন , আবার কখনও বেগুনি ভেজে মানুষকে খাইয়েছেন, কখনও গানও গেয়েছেন নির্বাচনী প্রচারে। এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে রবিবার গোঘাটের পাতুলসাঁড়া ও তেলিগ্রামে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বাড়িতে ঢুকে ভোট প্রচার করেন তিনি। সেখানে গিয়ে বিমান ঘোষের মা, দিদার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। ওনার পরিবার পশ্চিমবঙ্গ সরকারের সবরকম সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে খবরও নেন তৃণমূল নেত্রী। অন্যদিকে ভোটের জন্য আবেদনও জানান তিনি।
নির্বাচনী রাজনীতিতে হিংসা প্রায়ঃশই দেখা যাচ্ছে। যেমন গত শনিবার রাতে বিজেপি প্রার্থীর পোস্টার লাগানোর সময়ে তাদের মহিলা মণ্ডলের সভাপতি সরস্বতী সরকারকে প্রাণে মারার চেষ্টা করেন একদল তৃণমূল কর্মী-সমর্থক।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়েছে। ঘটনার নিন্দা করে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সেই আবহেই তার একদিন পরেই , মিতালি বাগে-র এমন সৌজন্যের রাজনীতি সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ বাসী।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post