প্রতারণা করেছেন সানি দেওল।তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এক প্রযোজক।’গদর টু ‘ এর সাফল্যের পর বড় পর্দায় ফিরেছেন সানি দেওল।বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটা।আর এরপরই নাকি পারিশ্রমিক নিয়ে প্রতারণা করেছেন ছবির প্রযোজকের সঙ্গে।একজন বা দুজন নন,অনেকের সঙ্গেই আর্থিক প্রতারণা করেছেন সানি।বলিটাউনে কান পাতলেই সোনা যাচ্ছে সানির নামে সমালোচনা। সম্প্রতি প্রযোজক সৌরভ গুপ্তা সানির বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এই বিষয় সাংবাদিক সম্মেলন করেন প্রযোজক।সৌরভ গুপ্তা বলেন, ‘২০১৬ সালে সানির সঙ্গে একটি ছবি করার কথা ছিল তাঁর। সেই ছবির জন্য সানি টাকাও নিয়েছিলেন। এমনকী পরবর্তীতে ছবি শুরু করবেন বলে আরও টাকা নেন তিনি। কিন্তু বারংবার টাকা নিয়েও সেই ছবির কাজ শেষ করেননি অভিনেতা’।
২০১৬ সালে সানি দেওল একটি ছবির চুক্তি সই করেছিলেন।অভিনয়ের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক চান। প্রযোজকের কথা অনুযায়ী,ছবি শুরুর সানি দেওলকে ১ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়।এরপর আরও টাকা চান সানি। এখনও পর্যন্ত সানির অ্যাকাউন্টে প্রযোজক ২ কোটি ৫৫ লক্ষ টাকা জমা করেছেন।
প্রযোজকের আরও দাবি, ২০২৩ সালে তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে একটি চুক্তি করেও অস্বীকার করেন অভিনেতা। প্রযোজকের কথায়, ‘আমরা যখন এগ্রিমেন্টটা পড়ি, তখন দেখি উনি পাতাই পরিবর্তন করে ফেলেছেন।যেখানে লেখা ছিল ওঁর পারিশ্রমিক ৪ কোটি, সেটা বদলে করে দিয়েছেন ৮ কোটি আর লভ্যাংশ ২ কোটি।’
সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সৌরভ গুপ্তা।আর সেই অভিযোগের ভিত্তিতে সানিকে নোটিসও পাঠিয়েছে মুম্বই পুলিস। শুধু সৌরভ গুপ্তাই নন,আরো অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। প্রযোজক সুনীল দর্শন ও রয়েছেন এই তালিকায়।সুনীল জানিয়েছেন যে ‘অজয়’ ছবির ওভারসিজ ডিস্ট্রিবিউশনের জন্য সানি দেওল পুরো টাকা দেননি। এমনকী সানি বলেন যে তাঁকে একটু হেল্প করলে পরে একটি ছবি করে তিনি সেই টাকা মিটিয়ে দেবেন।এভাবে প্রযোজক সুনীলের টাকাও আটকে রেখেছেন সানি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো এক প্রযোজক বলেন, ‘বছরের পর বছর একাধিক প্রযোজকের সঙ্গে আর্থিক প্রতারণা করে আসছেন তিনি।রাম জন্মভূমি নামে একটি ছবি করার কথা ছিল সানির।সেই অনুযায়ী মুম্বইয়ে তৈরি হয় বিশাল সেট।৫ কোটি টাকায় সেই ছবি সই করেন তিনি।কিন্তু এরপর সেটে আসতে চাননি তিনি।পরবর্তীতে তাঁর ছবি গদর ২ ব্লকবাস্টার হওয়ার পর সেই ছবির জন্য ২৫ কোটি টাকা চান সানি’।
গদর টু দিয়ে বড় পর্দায় যে সম্মান পেয়েছেন সানি। প্রযোজক দের অভিযোগে সেই সম্মান খোয়াতে বসেছেন তিনি।
Discussion about this post